লোপামুদ্রা মিত্র’র অন্যধারার উদ্যোগ

0
253

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

গানের পাশাপাশি অন্য ধারার কাজ করার তাগিদ থেকে “চারণ ফাউন্ডেশন” তৈরি করলেন বিশিষ্ট সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্র। প্রথম উদ্যোগ অচেনা শান্তিনিকেতনকে চেনার।

lopa mudra | newsfront.co

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি শান্তিনিকেতন এ হবে থাকছে আলপনার কর্মশালা, সাঁওতালি নৃত্য, বাউল গান, ঘাসের গহনা তৈরির কর্মশালা এবং শান্তিনিকেতনের আলপনা।

painting | newsfront.co

শান্তিনিকেতনের আশ্রমশিক্ষায় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর যে আলপনার প্রচলন করেছিলেন, তা ছিল প্রকৃতি শিক্ষারই একটি রূপ।আচার্য নন্দলাল বসুর শিক্ষাদর্শে কিরণমালা দেবী, সুকুমারি দেবী, গৌরী ভঞ্জ, যমুনা দেবী, ননীগোপাল ঘোষদের হাত ধরে আলপনার এই রীতি সারা পৃথিবীতে খ্যাতি পেয়েছে।

artist | newsfront.co

পরবর্তিকালে সেই ধারা বহন করে আলপনা রীতির সুযোগ্য শিল্পী হয়ে ওঠেন সুধী রঞ্জন মুখার্জি ।১৯৭৬-এ সুধীদা জাতীয়বৃত্তি নিয়ে কলাভবনে আসেন। পরবর্তিকালে সেখানেই শিক্ষকতা করার পাশাপাশি শান্তিনিকেতনের বিভিন্ন ঋতু উৎসবে আলপনা দেওয়ার প্রধান কাণ্ডারি।

women | newsfront.co

এ ছাড়াও রবীন্দ্রনাট্যের পোশাক, অলঙ্কার, মঞ্চ সজ্জাতেও তার অবদান স্মরনীয় হয়ে থাকবে।আগামী ৬ই ফেব্রুয়ারি সকাল ১০টায়, শান্তিনিকেতনে সোনাঝুরি গেস্ট হাউজ, যা দুর্গাবাড়ি নামে পরিচিত, সেখানে সুধী রঞ্জন মুখার্জি আমাদের আলপনা নিয়ে বক্তব্য রাখবেন এবং শেখাবেন।

আরও পড়ুনঃ ইন্ডিপেন্ডেন্ট ছবির কৌলিন্য বিগ বাজেট ছবির থেকে কিছু কম হবে নাঃ অভি মিত্র

“অনেক দিন থেকেই গানের বাইরে অন্য কিছু বিষয় নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। আগে যেমন ‘সহজ পরব’ করেছি। এবার মনে হল নিজের নামে নয়, কোনও সংস্থার মাধ্যমে কাজটা করি বাংলার সংস্কৃতির বিভিন্ন ধারায় যুক্ত শিল্পীদের জন্য।

নতুন প্রজন্মের তাদের নিজ সংস্কৃতি সম্পর্কে চর্চা করাটাও যে কতটা প্রয়োজন সেই সব ভাবনা থেকেই ‘চারণ ফাউন্ডেশন’ তৈরি করা।”- বললেন লোপামুদ্রা মিত্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here