বিষমদে মৃত্যুর বিরুদ্ধে চার্জ গঠন

0
54

সুদীপ পাল,বর্ধমানঃ

Charge formation against mortality
মদের ভাটির ফাইল চিত্র

গত বছরের ১ জানুয়ারি গলসির রামগোপালপুরে আন্না বাউরির ভাটি থেকে মদ কিনে খেয়ে গ্রামের শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন। তার মধ্যে ৮জনের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গলসি উত্তাল হয়ে উঠেছিল। মৃত রবিদাস বৈরাগ্যর ছেলে তাপস বৈরাগ্য গলসি থানায় অভিযোগ দায়ের করেছিলেন সেদিন।

সেই অভিযোগের ভিত্তিতেই ভাটিখানার মালিক আন্নাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। ধৃতকে আদালতে বন্দি রেখে বিচার সম্পন্ন করার জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার বলরাম আখুলি।

আরও পড়ুন: বিষ মদ কান্ডের ঘোষিত সাজাতে সন্তুষ্ট নয় আক্রান্তরা

তদন্তে পুলিস জানা যায়, আন্না ক্যাপ্টেন মদের সঙ্গে চোলাই মেশানোর পাশাপাশি আরও কিছু রাসায়নিক মেশাত। তার জেরেই বিষক্রিয়াতেই আটজনের মৃত্যু হয়েছে। অবশেষে আন্না বাউড়ির বিরুদ্ধে চার্জ গঠন হল। ভারতীয় দণ্ডবিধির ২৭২, ৩০২ ও বেঙ্গল এক্সাইজ অ্যাক্টের ৪৬এ ধারায় চার্জ গঠন হয়েছে। অনেক দিন অপেক্ষার পরে মৃত পরিবারগুলি বিচার পেলেন বলে স্থানীয়রা মনে করছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here