মনিরুল হক,কোচবিহারঃ
নব্বই দিনের মাথায় মাধ্যমিক ছাত্র শান্তনু ভট্টাচার্য খুনের মামলা চার্জশিট দিতে চলেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।
জানা গেছে, শান্তনু খুনের আজ নব্বই দিন পূর্ণ হবে। অভিযুক্ত শুভঙ্কর রায়কে কোর্টে তুলে বিচার প্রক্রিয়া শুরু করা হবে।ওই ছাত্র খুনের ঘটনায় সেই সময় তোলপাড় হয় গোটা শহর।এই মাধ্যমিক ছাত্রের খুনের অভিযুক্ত ব্যক্তির সম্পর্ক নিয়েও প্রশ্ন ওঠে।মোবাইল ফোনের সুত্র ধরেই অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে।ধৃত ওই যুবকের নাম শুভঙ্কর রায়।তার বাড়ি কোচবিহার শহর সংলগ্ন ঘুঘুমারি এলাকায়।
প্রসঙ্গত,গত ৫ ফেব্রুয়ারি মাধ্যমিক ছাত্র শান্তনু ভট্টাচার্যের গলা কাটাদেহ পাওয়া যায়।ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শহরে।সে কোচবিহার বিবেকানন্দ বিদ্যাপীঠ হাই স্কুল থেকে এবার তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল।একজন মেধাবী ছাত্রকে কেন এভাবে কুপিয়ে খুন করা হলো তা নিয়ে ধন্দে পুলিশ সহ মৃতের পরিবার ও প্রতিবেশীরা।ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।কোতোয়ালি থানা পুলিশের তৎপরতা ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত শুভঙ্কর ঘোষকে।
আরও পড়ুনঃ কোচবিহারে কলেজ ছাত্রী খুনের ঘটনায় ধৃত প্রেমিক
অভিযোগের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত শুভঙ্কর রায়।ওই খুনের মামলায় অভিযুক্ত শুভঙ্কর ঘোষ বর্তমানে জেল হেফাজতে রয়েছে।সেই মামলায় নব্বই দিন হওয়ায় আজ পুলিশ চার্জ সিট দিতে চলেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584