বন আধিকারিকদের উপর আক্রমণের অভিযোগে ধৃত ৭

0
49

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

চোরাশিকারি হাতে আক্রান্ত বন আধিকারিকরা ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ।  অন্যদের খোঁজে তল্লাশি চালাবার পর গত কাল রাতে আরো সাতজনকে গ্রেপ্তার করা হয়।ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।

Charged for the attack on forest officials
নিজস্ব চিত্র 

আরও পড়ুনঃ রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যু তদন্তে গিয়ে আক্রান্ত বনকর্মীরা

বনদপ্তর সূত্রে খবর,শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার  ডিএফ ও সন্তোষা জিয়ারের নেতৃত্বে এই এলাকায় অভিযান চালায় জনা কুড়ি বনকর্মী।মূলত বাঘ মারার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করতে যায় এই কর্মীরা।বনদপ্তরের কর্মীদের তখন প্রায় শতাধিক গ্রামবাসী ঘিরে ধরে।এইসব বনকর্মীদের মহিলা ও পুরুষ মিলে কর্মীদের ঝাঁপিয়ে পড়ে তাদের উপর।আক্রমণ চালানো হয় লাঠি ও লোহার রড দিয়ে।

Charged for the attack on forest officials
নিজস্ব চিত্র

পরে পরে অবশ্য পুলিশ খবর পেয়ে উদ্ধার করে।এই সমস্ত বনকর্মীদের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অশোক মন্ডল নামে এক চোরাশিকারিকে গ্রেপ্তার করেছে।   উল্লেখ্য কয়েকদিন আগে সুন্দরবনের জঙ্গলে একটি বাঘের পচাগলা দেহ উদ্ধার হয়।চোরাশিকারির ফাঁদে   বেশ কয়েকজন গ্রামবাসীর নামে অভিযোগ জানানো হয়েছে কুলতলী মৈপীঠ কোস্টাল থানায়।অন্যদের খোঁজে চলছে তল্লাশি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here