সোনিকা মৃত্যু মামলায় ৩ বছর পর অভিনেতা বিক্রমের বিরুদ্ধেই চার্জ গঠন আদালতের

0
54

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

৩ বছর আগে ঘটনার ৮১ দিনের মাথায় ২০১৭ সালের ১৯ জুলাই পেশ হয়েছিল সেই সময়ে শোরগোল ফেলে দেওয়া অভিনেত্রী সোনিকার মৃত্যু মামলার চার্জশিট। মঙ্গলবার সেই মামলায় আলিপুর আদালতের ৬ নম্বর ঘরের অতিরিক্ত জেলা জজ বিক্রমের বিরুদ্ধেই বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে অনিচ্ছাকৃত খুনের ধারায় চার্জ গঠন করা হল। আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর হবে এই মামলার পরবর্তী শুনানি।

Sonal and Bikram | newsfront.co
কোলাজ চিত্র

প্রসঙ্গত, সেই সময়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল অভিনেত্রী সোনিকার সেই মৃত্যুর ঘটনায়। পুলিশ সূত্রে খবর, ২০১৭ সালে ২৯ এপ্রিল ভোর রাতে লেক মলের সামনে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় সোনিকা সিং চৌহানের। আহত হন গাড়ির চালকের আসনে থাকা বিক্রম চট্টোপাধ্যায়। সেই ঘটনায় বিক্রমের বিরুদ্ধে প্রাথমিক ভাবে জামিনযোগ্য ধারায় মামলা দায়ের করেছিল পুলিশ। কিন্তু তার বিরুদ্ধে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে জামিন অযোগ্য ধারা যুক্ত হয়।

টালিগঞ্জ থানার তদন্তকারী অফিসার সাধু চরণ সিনহা আলিপুর আদালতে চার্জশিট জমা দেন। সেই সময়ে বিক্রমের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অনিচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটানো, বেপরোয়া ভাবে গাড়ি চালানো-সহ চার ধরনের অপরাধের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুনঃ ট্যাক্সিচালকের হেনস্থার শিকার খোদ অভিনেত্রী সাংসদ! গ্রেফতার অভিযুক্ত

সেই সঙ্গে মোটর ভেহিক্যালস আইনের ধারাও যুক্ত করা হয়। তার আগে ৬ জুলাই মাঝরাতে রাজডাঙার একটি শপিং মলের সামনে থেকে বিক্রমকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছিল, তিনি কানাডা পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে তিনি অবশ্য জামিন পেয়ে যান।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হয়ে প্রয়াত ‘নৈহাটির বিধান রায়’

পরবর্তী সময়ে তদন্তে উঠে আসে, অতিরিক্ত নেশা করে বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা। গাড়ির গতি ছিল ঘণ্টায় প্রায় ১০৫ কিমির বেশি। তার ফলেই লেক মলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে গিয়েছিল।

চালকের পাশের সিটে বসে থাকা সোনিকার চোট মারাত্মক হওয়ায় তাঁকে বাঁচানো যায়নি। গাড়ির ফরেন্সিক পরীক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ হাতে আসে পুলিশের। এতদিন পরে সেই মামলাতেই অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় বিরুদ্ধে চার্জ গঠন করল আদালত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here