জমা জল,ফাটল ধরা ছাদের তলায় চলছে চরগোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়

0
134

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

জরাজীর্ণ স্কুল,আতঙ্ক নিয়েই ক্লাস ক্ষুদে পড়ুয়াদের।
নিয়মিত স্কুল হয়,ছাত্র ছাত্রীরাও আসে নিয়ম করে।কিন্তু শ্রেণীকক্ষে প্রবেশ করলেই মনের মধ্যে ভিড় জমায় একরাশ আতঙ্ক।এই ছবি বাঁকুড়ার পাত্রসায়ের থানার নারানপুর অঞ্চলের চরগোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের।

ফাটল ধরা ছাদ দেওয়াল।নিজস্ব চিত্র

ছাদ দিয়ে জল চুইয়ে পড়ছে,দেওয়াল খসে সিমেন্ট ধসে পড়ছে। ছাদে তৈরী হয়েছে ফাটল,জানালার অবস্থা জরাজীর্ণ।যেকোন মুহূর্তে ঘটে যেতে পারে জীবন হানির মত ভয়ানক দুর্ঘটনা।স্কুলে রয়ছে ৩৫ জন ক্ষুদে পড়ুয়া।স্কুলের অবস্থা যেমনই হোক তাদের মন যে ঘরে থাকতে চাইনা তাই মনের আনন্দে তারা স্কুলে যায়।অভিভাবকরাও বুকে একরাশ আতঙ্ক নিয়ে পড়ুয়াদের পাঠাচ্ছে তাদের স্কুলে।

ভয় নিয়েই চলছে শিক্ষালাভ।দেখুন কি বলছে ক্ষুদে শিক্ষার্থীরাঃ

গ্রামবাসিরাও দাবি জানাচ্ছেন দ্রুত এই সমস্যার সমাধান করা হোক।স্কুলের প্রধান শিক্ষক গোরাচাঁদ কারক বলেন,গতবছর নভেম্বর মাসে আশি হাজার টাকা স্কুলকে দেওয়ার কথা বলা হলেও এখনও পর্যন্ত সেই টাকা পাইনি । তিনি বলেন বিডিও সাহেব এই স্কুল পরিদর্শন করে গেছেন কিন্তু তার পরেও কোন কাজ হয়নি।যেখানে ছোট ছোট ছাত্র ছাত্রীদের জীবন মরণের প্রশ্ন জড়িয়ে রয়েছ,সেখানে স্কুল কর্তৃপক্ষ ও বিদ্যালয় পরিদর্শকদের উদাসীনতা কেন?তিথি মণ্ডল,করবী মণ্ডলের মত পড়ুয়ারা বলে, আমরা মনে ভয় নিয়ে ক্লাসে পড়াশুনা করি । সামান্য জল হলে ক্লাসের ভিতর জমে যায় জল।

প্রধান শিক্ষক।নিজস্ব চিত্র

যেখানে মুখ্যমন্ত্রী থেকে শিক্ষা মন্ত্রী বিভিন্ন স্কুল গুলিতে পরিকাঠামো তৈরি করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সেখানে বাঁকুড়া পাত্রসায়ের থানার নারায়নপুর অঞ্চলের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় যেন নতুনভাবে বিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে দেয়।

আরও পড়ুনঃ ছাত্রাবাসের ছাদ ভেঙে আহত আবাসিক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here