সুবর্ণ জয়ন্তীবর্ষ দুর্গোৎসব, কমিটির আয়োজনে দাতব্য চিকিৎসা কর্মসূচি

0
92

মনিরুল হক, কোচবিহারঃ

নিউটাউন ইউনিট সুবর্ণ জয়ন্তীবর্ষ দুর্গোৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে দাতব্য চিকিৎসা শিবিরের আয়োজন করা হল কোচবিহারে। আজ সকাল সাড়ে দশটা থেকে নিউটাউন ইউনিটের নিজস্ব ক্লাব ঘরে এই দাতব্য চিকিৎসা শিবির শুরু হয়।

নিজস্ব চিত্র

এই শিবিরে উপস্থিত ছিলেন কোচবিহারের বিশিষ্ট চিকিৎসকেরা। এদিনের শিবিরে নাক-কান–গলা, চক্ষু বিশেষজ্ঞ এবং জেনারেল ফিজিসিয়ান ডাক্তার বাবুরা সাধারণ মানুষকে চিকিৎসা পরিসেবা দেন। আজকের এই দাতব্য চিকিৎসা শিবিরে মোট ২২২ জন রোগী বিনামূল্যে চিকিৎসা করানোর সুবিধা পান। একই সঙ্গে তাদের বিনামূল্যে ঔষধও বিতরণ করা হয়। এদিনের এই দাতব্য চিকিৎসা শিবিরকে সফল করে তুলতে একটি ওয়েলফেয়ার সোসাইটি সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

নিজস্ব চিত্র

নিউটাউন ইউনিটের পক্ষে অভিষেক সিংহ রায় বলেন, “আমরা সারাবছরই নানা ধরনের সমাজ সেবা মূলক কাজ করে থাকি। আজকের অনুষ্ঠান তারই একটা অঙ্গ। মানুষের পাশে দাঁড়ানোর এটা আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতে আমরা এই ধরনের আরো জনকল্যাণ মূলক কাজের সঙ্গে যুক্ত থাকব। আজকে এই শিবিরে মোট ২২২ জন রোগী ডাক্তার দেখিয়েছেন এবং তাদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।”

আরও পড়ুনঃ অধীর চৌধুরী প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন অনুব্রত মন্ডল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here