নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
শিলিগুড়ির সেবক মোড়ের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে লোন জালিয়াতির ঘটনায় চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে গ্রেফতার করল গোয়েন্দা দফতর। রবিবার তাকে শিলিগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড হাকিমপাড়া থেকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তির নাম আশিষ রঞ্জন বিশ্বাস। এরপর তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। যদিও বেশকিছু তথ্য জানতে ১০ দিনের রিমান্ড চায় গোয়েন্দা পুলিশ। এরপর বিচারক ৮ দিনের রিমান্ড দেন।
প্রসঙ্গত ২০১৮ সালের ডিসেম্বর মাসে ১৪কোটি টাকার লোন জালিয়াতির ঘটনা ঘটে শিলিগুড়িতে। এরপর কিছু ব্যবসায়ী কয়েকমাস ইএমআই দিয়ে বন্ধ করে দেয়। তখন ব্যাঙ্কের তরফ থেকে ব্যবসায়ীদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে গেলে দেখে তা জাল। এরপর বিষয়টি নিয়ে শিলিগুড়ির গোয়েন্দা দফতর তদন্ত করে ইতিমধ্যে ব্যাঙ্কের ম্যানেজার সহ শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশানের সদস্য আইনজীবী সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।
আরও পড়ুনঃরাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত সিতাই
এরপর ব্যাঙ্কে লোন জালিয়াতির সাথে যুক্ত থাকার অভিযোগে ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে যে ধৃত ব্যক্তি ব্যাঙ্কে লোন পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত অডিট, ব্যালেন্স সীট, আইটি রিটার্ন, ভ্যাট প্রোফাইল বানিয়েছিলেন সমস্তটাই জাল। যদিও এই বিষয়ে অভিযুক্তের পক্ষের আইনজীবী তপেশ ভট্টাচার্য বলেন আমার মক্কেল ব্যবসায়ীদের দেওয়া রিপোর্ট অনুযায়ী অডিট বানিয়েছিলেন মাত্র। সেগুলো দেখার দায়িত্ব ছিল ব্যাঙ্ক ম্যানেজারের। তিনি ব্যাঙ্কের লোন জালিয়াতির ঘটনায় যুক্ত নন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584