নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
করোনা উপসর্গ রয়েছে তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতোর। সেই কারণে সোমবার শালবনীর কোবরা সেন্টারে জাতীয় তদন্ত এজেন্সি তথা এনআইএ গোয়েন্দাদের ডাকে হাজিরা দিতে গেলেন না সদ্য তৃণমূলের রাজ্য কমিটিতে জায়গা পাওয়া একদা জনসাধারণের কমিটির নেতা।
জানা গিয়েছে, ছত্রধর মাহাতোর জ্বর, সর্দির মতো উপসর্গ রয়েছে। ছত্রধরের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার রিপাের্ট পজিটিভ হয়েছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।তাঁর আরটি পিসিআর টেস্ট হয়েছে। কিন্তু সোমবার দুপুর পর্যন্ত সেই টেস্টের রিপোর্ট আসেনি। ফোনে ছত্রধর বলেন, “বাড়িতে হােম আইসোলেশনে আছি।” জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গের কথা বলে কলকাতায় এসেও গত শুক্রবার এনআইএ আদালতে হাজিরা দেননি ছত্রধর। ছত্রধরের অভিযোগ ছিল, তিনি তৃণমূলে যোগ দিয়েছেন বলেই কেন্দ্রীয় সরকার ১০ বছরের পুরনো মামলা খুঁচিয়ে বার করার চেষ্টা করছে।
আরও পড়ুনঃ আজ, সোমবার ফের শুনানি ছত্রধর মাহাত মামলার
১১ বছর আগে তৎকালীন পশ্চিম মেদিনীপুর জেলার ও অধুনা ঝাড়গ্রাম জেলার লালগড় গ্রামে খুন হয়েছিলেন দুইজন সিপিআই(এম) কর্মী। তখনও রাজ্যের মসনদে বামেরা। ছত্রধর মাহাতো সেই সময় ছিলেন জনসাধারণের কমিটির নেতা। এনআইএ এখন হঠাৎ করেই এই পুরানো মামলা তুলে এনে তাতে ইউএপিএ ধারা যুক্ত করে ছত্রধর মাহাতোকে নিজেদের হেফাজতে নিতে চাইছে।
সেই জন্যই এদিন আদালতে ছত্রধর মাহাতোকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। উল্লেখ্য গত শুক্রবার ছত্রধর মাহাতোকে আদালতে ডেকে পাঠানো হয়েছিল। সেদিন আদালতে এসেছিলেন তিনি। কিন্তু তারপর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়ায় এজলাসে আর হাজিরা দিতে পারেননি। এখন জানা যাচ্ছে যে তিনি করোনায় আক্রান্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584