নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আজ, সোমবার ফের ছত্রধর মাহাত মামলার শুনানি নগর দায়রার এনআইএ আদালতে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আদালত চত্বর।
লালগড়ে দুই সিপিএম কর্মী খুনের ঘটনায় ১১ বছর আগের এই মামলায় জঙ্গলমহলের জনসাধারণের কমিটির অন্যতম প্রাক্তন নেতা তথা তৃণমূল রাজ্য কমিটির অন্যতম সম্পাদক ছত্রধর সহ পাঁচজনকে হেফাজতে পেতে এনআইএ আদালতে আবেদন জানিয়েছে।
রুদ্ধদ্বার কক্ষে সেই আবেদনেরই শুনানি আজ। এই জোড়া খুনের মামলায় এনআইএ জঙ্গলমহলের এই নেতার বিরুদ্ধে ইউএপিএ ধারাও যুক্ত করার আবেদন করেছে গত শুক্রবার। সেই আবেদনেরও আজ শুনানি হবে বলে জানিয়েছেন ছত্রধর মাহাত-র আইনজীবী।
আরও পড়ুনঃ সারদা কাণ্ডে নগদ ২৬০ কোটি টাকার তদন্তে আয়কর দফতরকে চিঠি দিল সিবিআই
এদিকে, ওই খুনের মামলায় পাঠানো সমনের ভিত্তিতে গত শুক্রবার ছত্রধর আদালতে এসেও এজলাসে গরহাজির ছিলেন। ছত্রধরের তরফে কোর্টে জানানো হয়, অসুস্থ বোধ করায় চিকিৎসার জন্য আদালতে এসেও ফিরে যেতে হয় তাঁকে।
আরও পড়ুনঃ রাজ্যের নতুন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদি
রবিবার তাঁর আইনজীবী জানান, অসুস্থতার জন্য শনিবার শালবনির কোবরা ক্যাম্পে এনআইএ’র ডাকেও তাঁর মক্কেল হাজির হতে পারেননি।
অন্যদিকে, ছত্রধর সহ যে পাঁচজনকে হেফাজতে নিতে চেয়ে ওই কেন্দ্রীয় সংস্থার কোর্টে যে আবেদন করেছিল, বিচারক সেই পাঁচজনকে আজ, সোমবার আরও একবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584