নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে এক লক্ষ দুই হাজার টাকা ক্লোন করে নিল প্রতারকরা।
কিছুদিন আগে কান্দি থানা এলাকার গাঁতলা বেলুন গ্রামের বাসিন্দা কিরণ মন্ডলের মোবাইলে একটি ম্যাসেজ আসে। সেই ম্যাসেজ খুলতেই তার অ্যাকাউন্ট থেকে দফায় দফায় বেশ কিছু টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। অবশেষে শুক্রবার সকালেও টাকা তোলা হয়।
আরও পড়ুনঃ ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল এগোচ্ছে রাজধানীর দিকে
মোট এক লক্ষ দুই হাজার টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ কিরণ মন্ডলের। কিরণ জানিয়েছে,২৩ জুন থেকে টাকা কাটা শুরু হয়। শুক্রবার পর্যন্ত মোট এক লক্ষ দুই হাজার টাকা ক্লোন করা হয়েছে। শুক্রবার কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584