ভুয়ো ফোন কলে সাড়া,গৃহবধূর অ্যাকাউন্ট থেকে উধাও টাকা

0
38

নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ

এক গৃহবধূর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পঞ্চান্ন হাজার টাকা উধাও।ওই গৃহবধূ নাম পূর্ণিমা বর্মন।ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা শহরের ৭ নং ওয়ার্ড এলাকায়। ওই ঘটনার পর ওই গৃহবধু মাথাভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করে। ওই অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Cheating money of housewife by fake call
পূর্নিমা বর্মণ।নিজস্ব চিত্র

ওই গৃহবধুর অভিযোগ, কয়েকদিন আগে ব্যাংকের কর্মচারী পরিচয় দিয়ে ফোন আসে পূর্ণিমা ও তাঁর স্বামীর কাছে।পরে তাঁদের মোবাইলে আসা একটি ম্যাসেজের ওটিপি নম্বর চায় ওই ব্যক্তি। ব্যাংকের কর্মচারী ভেবেই পূর্ণিমা বর্মন তাঁর মোবাইলে আসা ওটিপি নম্বর দিয়ে দেয় এবং কিছু সময়ের মধ্যেই তাঁদের অ্যাকাউন্ট থেকে কয়েকবারে প্রায় পঞ্চান্ন হাজার টাকা উধাও হয়ে যায়। পরে ওই নম্বরে ফোন করা হলে তাঁরা টাকা ফেরৎ দেওয়ার কথা বললেও গৃহবধূ টাকা ফেরৎ না পাওয়ায় মাথাভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেন ওই গৃহবধূ।

ওই গৃহবধূ বলেন,কয়েকদিন আগে আমাকে ব্যাংকের পরিচয় দিয়ে আমার মোবাইলে আসা ওটিপি নম্বর চায় এক ব্যক্তি।সেই নম্বর দেওয়া হলে আমাদের অ্যাকাউন্ট থেকে প্রায় পঞ্চান্ন হাজার টাকা কেটে নেয় তাঁরা। পরে ওই নম্বরে কল করা হলে তাঁরা টাকা ফেরৎ দেওয়ার কথা বললেও টাকা ফেরৎ না পাওয়ায় পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছি।

মাথাভাঙ্গা থানার পুলিশ জানায়,ওই গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ পাওয়া মাত্র আমরা সাইবার ক্রাইমের সহযোগিতা নিয়ে বিষয়টি ক্ষতিয়ে দেখছি।উনি যেন উনার টাকা ফেরত পান সেই চেষ্টায় করবো।

আরও পড়ুনঃ মোহনপুরে মুখ্যমন্ত্রীর ভাষাবোধ নিয়ে প্রশ্ন দিলীপের

তবে এই ঘটনায় বিষয় নিয়ে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনও পর্যন্ত ওই ব্যাঙ্কের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here