নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
রবিবার ফের একবার শিলিগুড়ি মহকুমা ফাঁসিদেওয়া ব্লকের জালাস নিজামতারা গ্রাম পঞ্চায়েতের রুহমুজোতের এলাকায় পায়ের ছাপ ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়াল। চিতা বাঘের পায়ের ছাপ বলেই দাবি স্থানীয়দের।
জানা গিয়েছে যে এদিন রুহমুজোতের স্থানীয় একটি চা বাগানে চিতাবাঘের পায়ের ছাপ দেখতে পান। এরপরেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা লাঠি হাতে তুলে নিয়ে বেরিয়ে পরেন। এর পাশাপাশি স্থানীয়রা নিজেরাই ওই চা বাগানে তল্লাশি চালান।
আরও পড়ুনঃ রেষারেষিতে হরিহরপাড়ায় ট্রেকার উল্টে মৃত ১ আহত ৬
অপরদিকে খবর দেন ফাঁসিদেওয়া থানার পুলিশ ও বনদপ্তরকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও বনদপ্তরের কর্মীরা। প্রসঙ্গত গত কয়েকদিন আগেই রুহমুজোত ও দ্বারাবক্সজোত সংলগ্ন এলাকায় তিনটি চিতাবাঘ দেখতে পান স্থানীয়রা।
এরপরে বনদপ্তরকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে যায়। এবং গোটা এলাকা তল্লাশি চালান। তবে সেদিন কোন কিছু খুঁজে পাওয়া যায়নি। এরপর ফের এদিন চিতাবাঘের পায়ের ছাপ মেলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584