নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
খাবারের লোভে ফের লোকালয়ে হানা দিলো চিতাবাঘ। তবে খাবারের খোঁজ করতে এসে মানুষের তাড়া খেয়ে চিতাবাঘ উঠে গেলো শিমুল গাছের মগডালে।
সেই চিতাবাঘ দেখতে ভিড় করেন সাধারণ মানুষেরা, লকডাউনের তোয়াক্কা না করে গ্রামের লোকজন ছুটে যান চিতাবাঘ দেখতে। এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া মাদারিহাট ব্লকের দেবীশিমুল এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার আনুমানিক সকাল ১০টা নাগাদ চিতাবাঘটি খাবারের খোঁজে দেবীশিমুল এলাকায় ঢুকে পড়ে,কিন্তু চিতাটিকে দেখতে পেয়ে আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করে দেয়,চিতাবাঘটি দেখতে পেয়ে গ্রামের লোকেরা চিৎকার চেঁচামেচি জুড়ে দিতেই প্রাণ ভয়ে ছুটে চলে চিতাবাঘটি, ভয়ে বিশাল শিমুল গাছে উঠে পড়ে,গাছের একদম মগডালে উঠে বসে চিতাবাঘটি।
আরও পড়ুনঃ সরকারি নিয়ম মেনে সুষ্ঠভাবে সুন্দরবনে চলছে লকডাউন, দাবি উন্নয়ন মন্ত্রীর
সকাল থেকে গাছের মগডালেই বসে রয়েছে চিতাবাঘটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দলগাঁও রেঞ্জের কর্মীরা ও জলদাপাড়া থেকে ডেকে পাঠানো হয় ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীদের,আসে বীরপাড়া থানার পুলিশ।তবে এখনো পর্যন্ত চিতাবাঘটিকে গাছ থেকে নামানো সম্ভব হয়নি। আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বনদপ্তরের কর্মীরা।
গাছটির চারিদিকে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে।এই দৃশ্য দেখতে লক ডাউন উপেক্ষা করে ভিড় জমায় স্থানীয়রা,তবে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584