নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বন দফতরের ফাঁদে খাঁচাবন্দী হল আনুমানিক আড়াই-তিন বছর বয়সি একটি পুরুষ চিতাবাঘ। আলিপুরদুয়ার জেলার তুলসীপাড়া চা বাগানের ৩ নং বিভাগে, বন দফতরের পক্ষ থেকে ফাঁদটি পাতা হয়েছিল।
স্থানীয় সূত্র অনুযায়ী জানা গেছে, গত ১৭ ডিসেম্বর চিতাবাঘটি গ্যারগেণ্ডা চা বাগানে এক যুবতীকে আক্রমণ করে। পরে তুলসীপাড়া চা বাগান থেকে সেই যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার পর, বনদফতর থেকে তুলসীপাড়া, গ্যারগেণ্ডা, রামঝোড়া ও ধুমচিপাড়া চা বাগানে বেশ কয়েকটি খাঁচা বসানো হয়।
আরও পড়ুনঃ ফের বোমা উদ্ধার জলঙ্গীতে, চাঞ্চল্য এলাকায়
শুক্রবার সকালে তুলসীপাড়া চা বাগানে ৩ নং বিভাগে কাজ করতে এসে সংশ্লিষ্ট বাগানের শ্রমিকরা খাঁচাবন্দী অবস্থায় চিতা বাঘটিকে লক্ষ্য করেন এবং বন দফতরের কাছে খবর পাঠান।
খবর পেয়ে লঙ্কাপাড়া রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতা বাঘটিকে উদ্ধার করেন। এরপর দক্ষিণ খয়েরবাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে বন দফতর সূত্রে। বনকর্মীরা জানিয়েছেন, চিতাবাঘটি এখন সুস্থ আছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584