নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
একটি বাড়িতে দুটি ভাম বিড়ালকে দেখতে পেয়ে চিতা বাঘের আতঙ্ক ছড়ায় ফালাকাটা ব্লকের জটেশ্বর সাহাপাড়া এলাকায়। জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা থেকে ওই এলাকার একটি বাড়িতে ভাম বিড়াল দেখতে পান সংশ্লিষ্ট এলাকাবাসীরা আর তাতেই বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ।
বৃহস্পতিবার সকালে বন দফতরে খবর দেন স্থানীয়রা । তবে এদিন দুটি ভাম বিড়ালের মধ্যে একটিকে কুকুর ধরে ফেলায় মৃত্যু হয় একটির। তবে বন দফতরের কর্মীদের অপর ভামটিকে বাগে আনতে বেশ বেগ পেতে হয়।
এদিন ওই ভামটি বাঁশ ঝাড়ের মাথায় উঠে বসে থাকে, কিছুতেই নীচে নামতে চাইছিলো না, তবুও বন দফতরের কর্মীরা চেষ্টা চালিয়ে যেতে থাকেন। তবে ওই ভাম বিড়ালটি বেশ কিছুক্ষণ পর বাঁশ ঝাড় থেকে সুপারি গাছে এ মাথা ও মাথা করতে থাকে।
আরও পড়ুনঃ ঘাটালে দুর্ঘটনায় আহত হনুমান
তবে এদিন প্রায় ১২ টা নাগাদ হঠাৎ করেই নীচে নেমে এসে দৌড় দিয়ে পালিয়ে যায়। পরে বন দফতরের কর্মীরা ওই মৃত ভাম বিড়ালটিকে উদ্ধার করে নিয়ে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584