নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
খাঁচায় ধরা পড়ল ক্ষিপ্ত চিতাবাঘ।রবিবার সকালে ধুমচিপাড়া চা বাগানে ১২ নম্বর সেকশনে বন দফতরের পাতা খাঁচায় অবশেষ ধরা পড়ল চিতা বাঘ। এদিন সকালে বাগানের শ্রমিক বন দফতরের পাতা খাঁচার ভিতরে গর্জন শুনতে পান তিনি কাছে গিয়ে দেখেন একটি চিতা বাঘটি ধরা পড়েছে।উল্লেখ্য গত ১২ ডিসেম্বর বাগানের শ্রমিক বস্তিতে ঢুকে পাঁচ বছরের একটি শিশুকে তুলে নিয়ে যায় একটি চিতাবাঘ।তার আগে এই বাগানেই বাবার স্কুটার থেকে আরেকটি শিশুকে টেনে নিয়ে গিয়েছিল চিতাবাঘ। সেই বিষয় কে মাথায় রেখে খাঁচা পেতেছিল বন দফতর।অবশেষ ধরা পড়ল চিতা বাঘ। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাগানকে আতঙ্কিত করে রাখা চিতাবাঘটিই ধরা পড়েছে খাঁচায়। মাদারিহাট রেঞ্জার খগেশ্বর কার্জী জানান, “চিতা বাঘটি উদ্ধার করে দক্ষিণ খয়েরবাড়ি তে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে চিতা।বাঘটির চিকিৎসা চলছে ।”
আরও পড়ুনঃ দেউলীতে পথ দুর্ঘটনায় আহত দুই
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584