নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
চিতা বাঘের আক্রমনে অব্যহত মাদারহাট বীরপাড়া ব্লকে।ফের সোমবার ভোরে ব্লকের ধুমচি পাড়া চা বাগানে চিতার হানায় জঘম হলেন সংশ্লিষ্ট বাগানের পারি লাইনের অনুমানিক ৭০ বছরের এক বৃদ্ধ বুধি রাম মাঝি।
স্থানিয় সূত্রে জানা যায়, মাঝ রাতে একবার চিতাটি তার বাড়ি কাছ থেকে ঘুরে যায়।ভোর হতেই চিতাটি আবার ফিরে এসে বৃদ্ধর উপর ঝাঁপিয়ে পরে।তার মুখে থাবা বসায়।বাড়ি ও স্থানীয় লোকদের তাড়া খেয়ে চিতাটি পালিয়ে গেলে তাকে উদ্ধার করে বীরপাড়া হাসপাতালে পাঠান হয়।বর্তমানে সে বীরপাড়া হাসপাতালে চিকিৎসাধীন।প্রসঙ্গত গত এক সপ্তাহ আগে চিতার আক্রমনে একটি পাঁচ বছরের শিশুর মৃত্যু হয় সংশ্লিষ্ট বাগানে।মাদারিহাটের রেঞ্জার খগেশ্বর কার্জি বলেন,আমরা রোজ মনিটরিংকরছি।ধুমচি পাড়াতে দুটি খাঁচা বসানো হয়েছে।এছাড়া রামঝোরা ও গেরগেন্ডা চা বাগানে ছাগলের টোপ দিয়ে দুটি খাঁচা বসানো আছে।তবে ধুমচিতে খাচায় একটি চিতা রবিবার ধরা পড়েছে।আজ আবার এক বৃদ্ধর উপর হামলা চালিয়েছে।ওয়াই লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী জানান,আহতের সর্ম্পূন চিকিৎসার খরচ বনদফতর বহন করবে।অপর দিকে শুধু ধুমচি নয় চিতার আতঙ্কে কাঁপছে সমগ্র ব্লক।
আরও পড়ুন: বেলডাঙ্গায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584