অ্যালকোহলিক জয়ার ছেলেকে কিডন্যাপ করবে ‘ছেলেধরা’

0
367

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Jaya Ahsan | newsfront.co
জয়া এহসান

‘সোয়েটার’, ‘হৃদপিণ্ড’র পর এবার ‘ছেলেধরা’ বানাতে প্রস্তুত পরিচালক শিলাদিত্য মৌলিক। ছবিতে জয়া এহসানকে দেখা যাবে একেবারে অন্য এক চরিত্রে। এহেন জয়াকে আগে দেখেনি কেউ কখনও। অ্যালকোহলিক মায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

Ishan Majumdar | newsfront.co
ঈশান মজুমদার

গল্পের কেন্দ্রে রয়েছে কিডন্যাপিং। জয়ার ছেলেকে কিডন্যাপ করবেন প্রান্তিক ব্যানার্জি এবং অনুরাধা মুখার্জির চরিত্রদুটি। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঈশান মজুমদার। এঁদের চরিত্রের নাম জানা যায়নি এখনও।

Anuradha Mukherjee | newsfront.co
অনুরাধা মুখার্জি

জয়ার চরিত্র ছেলেকে হন্যে হয়ে খোঁজে। আর খোঁজার সময়ে সে উপলব্ধি করে সে মা হিসেবে একেবারেই ভাল নয়। সারাজীবন সে নানা কারণে অন্যকে দোষারোপ করে এসেছে। ছেলেকে খুঁজতে খুঁজতে নিজের দোষগুলি দেখতে পায় সে।

Shiladitya Moulik | newsfront.co
শিলাদিত্য মৌলিক

এমন একটা সময় আসবে যখন জয়ার ছেলে কিডন্যাপারের কাছে আর কিডন্যাপারের ছেলে চলে আসবে জয়ার কাছে। বাকি গল্পটা কী ভাবে এগোবে সেটা জানতে হলে দেখতে হবে ছবিটি।

আরও পড়ুনঃ কপ থ্রিলারে তনুশ্রী

Prantik Banerjee | newsfront.co
প্রান্তিক ব্যানার্জি

‘ছেলেধরা’ সম্পূর্ণরূপে একটি রোড মুভি। সিংহভাগ শুটিং হবে কলকাতার হাইওয়েতে। শোনা যাচ্ছে কিডন্যাপারের পিছনে ব্যস্ত হাইওয়েতে ছুটবেন জয়া।

সব ঠিক থাকলে পুজোর আগেই শুটিং শুরু করার ইচ্ছা শিলাদিত্যর। ছবির জন্য মিউজিক করছেন রণজয় ভট্টাচার্য। ক্যামেরায় প্রতীক মুখার্জি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here