রহস্যে মোড়া নিঃশর্ত ভালোবাসার গল্প আসছে কালারসে

0
844

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

কালারস বাংলায় আসছে একটি নতুন বাংলা ফিকশন, ‘চেনা আচেনা- মন যাকে চায়’। যদিও হিন্দি ধারাবাহিক ‘ইস্ক মে মর যাওয়াঁ ১’-এর বাংলা ডাবিং এই ধারাবাহিকটি।ভালোবাসার গল্প হত্যারহস্যের মোড়কে মুড়ে এই ধারাবাহিক আসছে ১৯ মে থেকে, প্রতি সোম থেকে শনিবার রাত ১০.৩০ মিনিটে।

chena achena | newsfront.co

এক অভিনেতার প্রেমের গল্প আবর্তিত হবে এই ধারাবাহিকে। অভিনেতা অর্জুন বিজলানি (দীপ হিসাবে) এবং আলিশা পানওয়ার (রোহিনী হিসাবে) রয়েছেন কেন্দ্রীয় চরিত্রে। ভালোবাসা, খুন, খুনের রহস্যের কিনারা রয়েছে এই ধারাবাহিকের রসদ হিসেবে।

alisha | newsfront.co
আলিশা পানওয়ার
arjun bijlani | newsfront.co
অর্জুন বিজলানি

আরও পড়ুনঃ দেখা হল দুজনার

একটি খুনের হত্যাকারী কে তা নিয়েই এগোবে একটা সময় গল্প।’বাইন্ড ড্রিমস এন্টারটেইনমেন্ট’ প্রযোজিত এই ধারাবাহিক বিশ্বাসঘাতকতা দ্বারা আবৃত একটি নিঃশর্ত প্রেমের গল্প। প্রধান চরিত্রে অর্জুন বিজলানি এবং আলিশা পানওয়ারের পাশাপাশি এই শোতে মূল চরিত্রে অভিনয় করবেন তুহিনা ভোহরা, মিহির মিশ্র, অর্জুন আনেজা এবং ভিনিত রায়না প্রমুখ।সোম থেকে শনি রাত সাড়ে ১০ টায় দেখুন, কালারস বাংলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here