শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কৃষকবন্ধু প্রকল্প। গত ৩০ ডিসেম্বর থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের কৃষকদের হাতে কৃষকবন্ধুর চেক তুলে দেওয়া হচ্ছে বালুরঘাট ব্লক কৃষি দফতরের উদ্যোগে।
আজ, ৩ জানুয়ারি এই চেক বিলির শেষ দিন। এই শেষ দিনেও কৃষকদের উপস্থিতি এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সূত্রের খবর, জানা গেছে এই চারদিনে বালুরঘাট ব্লকের ১২ হাজারেরও বেশি কৃষক উপকৃত হয়েছে কৃষকবন্ধু চেকের মাধ্যমে।
আরও পড়ুনঃ খোঁজ মিলল নজরুল ইসলামের ইতিহাস জড়িয়ে থাকা বেকারির
বালুরঘাট কৃষি দফতরের উদ্যোগে এই চারদিন প্রায় ৪ কোটি ১৭ লক্ষ টাকার অধিক টাকার চেক তুলে দেওয়া হয় কৃষকদের হাতে। কৃষকদের উন্নতির লক্ষ্যে বালুরঘাট ব্লক কৃষি দফতর তথা রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ থেকে কৃষক প্রত্যেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584