নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বেশ কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার বিক্ষিপ্ত এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল। ফলে ক্ষয়ক্ষতি হয়েছে কয়েকশো বিঘা জমির ফসল, হাতির তাণ্ডবে ভেঙেছে একাধিক ঘরবাড়ি, বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে হাতির হামলায়।
কয়েকদিন আগে শালবনী এলাকায় হাতির হামলায় মৃত্যু হয়েছে কালিপদ মাহাতো নামে এক মাঝবয়সী ব্যক্তির,আর এই ঘটনায় প্রশাসনের তরফ থেকে ওই পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে,সেই লক্ষ্যেই বুধবার সরকারি ক্ষতিপূরণ বাবদ তিন লক্ষ টাকা ওই পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লস হাইস্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
এই ক্ষতিপূরণ তুলে দেন জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন কৌশিক প্রধান এই ক্ষতিপূরণ পাওয়ার পর অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলল ওই পরিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584