নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:-
স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শ্রেণি ভিত্তিক দাবা প্রতিযোগিতার আসর বসলো দাসপুর-২ ব্লকের সোনাখালি উচ্চ বিদ্যালয়৷ আন্তর্জাতিক স্তরের নিয়ম নীতি মেনে ওই খেলা পরিচালনার দ্বায়িত্ব নেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারাই৷ ৪০ জন প্রতিযোগীকে নিয়ে খেলা শুরুর পরে চুড়ান্ত পর্বে মোট ৮ জন প্রতিযোগীকে বেছে নিয়ে নির্য়ণায়ক ম্যাচগুলি অনুষ্ঠিত হয়৷
ছাত্রছাত্রীদের দাবা খেলায় উৎসাহিত করতে ওই খেলার আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নদীয়ারচাঁদ জানা৷ ওই স্কুলের সহকারী শিক্ষক শক্তিপদ মন্ডল, সবুজবরণ ঘোষ, রামকৃষ্ণ কর একই সুরে বলেন, আমাদের স্কুল মহকুমার মধ্যে সেরা স্কুলের তকমা পেয়েছিল৷ স্কুলের ছাত্রছাত্রীরা জেলা রাজ্য এমন কী জাতীয় স্তরে ক্রিড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে৷ দাবা খেলায় যাতে পরবর্তী ক্ষেত্রে স্কুলের ছাত্রছাত্রীরা যাতে বৃহৎতর মঞ্চে অংশনিতে পারে তাই ওই খেলার পুঙ্খানুপুঙ্খ নিয়ম কানুন মেনে খেলাটি পরিচালনা করা হয়েছিল৷ স্কুলের এই উদ্যোগে খুশি স্কুলের পড়ুয়ারাও,তাঁদের বক্তব্য দাবা খেলার নিয়ম নীতি সম্পর্কে তারা জানত না৷ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সুন্দর করে বিষয়টি শিখিয়ে দিয়েছেন৷ আগামী দিনে যদি সুজোগ হয় তবে, দাবা খেলার আসরে অবশ্যই তারা অংশগ্রহন করবে বলে জানিয়েছে৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584