মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে প্রায় তিনমাস ধরে চলছে লকডাউন। আর এই লকডাউনের কারণে এতদিন বন্ধ ছিল আন্তর্জাতিক বিমান পরিষেবা। তাই জার্মানির ফ্রাঙ্কফুটের কাছে নিজের আবাসনে আটকে পড়েছিলেন ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ। চেস বুন্দেশলিগায় অংশ নিতে গত ফেব্রুয়ারিতে জার্মানি উড়ে গিয়েছিলেন আনন্দ। করোনা মহামারির জন্য টুর্নামেন্ট বাতিল হলেও দেশে ফিরতে পারেননি তিনি। ভারতে চতুর্থ দফার লকডাউনের মাঝেই বিধিনিষেধ শিথিল হওয়ায় এবং বিমান পরিষেবা চালু হওয়ায় প্রায় তিনমাস পর দেশে ফেরেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু।
বিশ্বনাথন আনন্দের স্ত্রী অরুণা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, শুক্রবার রাতেই ফ্রাঙ্কফুর্টে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে চড়েন তাঁর স্বামী। দিল্লি হয়ে শনিবার দুপুর ১টা ১৫ নাগাদ বেঙ্গালুরুতে পৌঁছন রাজীব খেলরত্ন জয়ী তারকা ক্রীড়াবিদ। স্বামী বাড়ি ফিরে আসায় অনেকটা স্বস্তি পেয়েছেন তিনি। তবে এখনই বাড়ি ফিরতে পারবেন না আনন্দ।
আরও পড়ুনঃ ফোর্বসের সর্বোচ্চ উপার্জনকারী ক্রীড়াবিদদের তালিকায় একমাত্র ক্রিকেটার বিরাট কোহলি
সরকারি নির্দেশানুযায়ী, প্রথমে বেঙ্গালুরুর হোটেলে সাতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁকে। এরপর দাবাড়ুর করোনা পরীক্ষা করা হবে। যদি রিপোর্ট নেগেটিভ আসে তবেই বাড়ি যেতে পারবেন তিনি। যদি সুস্থভাবে তিনি চেন্নাইয়ে নিজের বাড়িতে ফিরে যান তাহলেও আনন্দকে বাড়িতে আবার ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584