নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
করোনা আবহে পূণ্যার্থীদের ভিড় জমলো উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বিভিন্ন ছট পুজোর ঘাটে । অবাঙালিদের সর্ববৃহৎ উৎসব এই ছট পুজো ৷
শুক্রবার বিকেলে পূণ্যার্থীরা ডুয়ার্সের অন্যতম ছট পুজোর ঘাট বীরপাড়ার গেরগেন্ডা নদীর ঘাট সহ জেলার বিভিন্ন নদীতে পুজোর ডালা সাজিয়ে সূর্য প্রণাম করেন।শনিবার ভোর থেকে পূণ্যার্থীরা আবার ঘাটে নেমে সূর্যোদয়ের অপেক্ষা করেন। সূর্যোদয় দেখেই ঘাট থেকে ওঠেন পূণ্যার্থীরা।
সারা ভারতের সঙ্গে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলাতেও বহু মানুষ ছট পুজোর আয়োজন করে থাকেন। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত এলাকায় মাইকের মাধ্যমে করোনা সতর্ক বার্তা নিয়ে প্রচার চালানো হয়।
পরিস্থিতি সামাল দিতে ঘাটে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ৷তবে প্রশাসনের নির্দেশ মতো বাজি পোড়ানো বন্ধ ছিল এবছর। সমস্ত ছটের ঘাট গুলি সাজিয়ে তোলা হয়েছিল আলোক সজ্জায়।
আরও পড়ুনঃ ছটপুজোর শুভেচ্ছা জানিয়ে জোট বেঁধে গঙ্গায় না যাওয়ার জন্য ভিডিও মারফত আবেদন মুখ্যমন্ত্রীর
ভোররাতে পুজোর ডালাতে প্রদীপ জ্বালিয়ে হাজার হাজার পূণ্যার্থী নদীতে নেমে ছট পুজোয় অংশ নেন। এদিন সূর্য প্রণাম সেরে সধবা মহিলারা একে অপরের মাথায় সিঁদুর পরিয়ে পরিবারের মঙ্গল কামনা করেন সূর্য দেবতার কাছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584