নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে করোনা। এমন আবহেই পালন হবে ছট পুজো। কোভিড বিধি বেঁধে দিয়েছে সরকার। তাই এবার তেমন জাঁকজমক থাকছে না ডুয়ার্সের অন্যতম বৃহৎ মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া শহর সংলগ্ন গেরগেন্ডা নদীর ছট পুজোর ঘাটে।
জানা গিয়েছে, প্রতি বছর এই ঘাটেই ডুয়ার্সের অন্যতম বৃহৎ ছট পুজোটি অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবার করোনা আবহে মেলাটিও বন্ধ থাকছে। নিয়ম নিষ্ঠা মেনে শুধু মাত্র পুজো টুকু করা হবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘাটের দায়িত্ব প্রাপ্ত সদস্য সুরেশ শা জানান, “ঘাট তৈরীর কাজ প্রায় শেষের পথে। এবার প্রায় হাজারটির বেশি ঘাট তৈরি হবে। তবে নদী ভাঙনের ফলে প্রতি বছর জেসিবি লাগিয়ে ঘাট মেরামত করতে হয়। বর্ষায় নদী পাড় ভেঙে যাবার দরুণ প্রতি বছর ঘাট তৈরীতে সমস্যার সৃষ্টি হয়। পাশাপাশি পূজারীদেরও নানান সমস্যায় পরতে হয়। “পূজারীদের স্বার্থে সরকারের কাছে নদীর পাড়টিতে বাঁধ দেবার আবেদন জানান তিনি।
আরও পড়ুনঃ কোভিড পরিস্থিতির করুণ দৃশ্য উঠে এল তপনের শ্যামা পুজোয়
উল্লেখ্য, গত ৭ই নভেম্বর ভূমি পুজো করে ছট পুজোর ঘাট তৈরির কাজ শুরু করে মাদারিহাট-বীরপাড়া ব্লকের বীরপাড়া ছট পূজা কমিটি। বীরপাড়া সংলগ্ন গেরগেন্ডা নদীতে ভূমি পুজো করে আনুষ্ঠানিক ভাবে ছটের ঘাট তৈরির কাজ শুরু করে ছট পুজো কমিটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584