নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার পিড়াকাটা বাজারে শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এক জনসভার আয়োজন করা হয়। ওই জনসভায় বক্তব্য রাখেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি, তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি,তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক ছত্রধর মাহাত, শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাতো, বিধায়ক দিনেন রায় ও প্রদ্যোত ঘোষ,জেলাপরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা সহ দলীয় নেতৃত্ব।
সভাটি পরিচালনা করেন তৃণমূলের শালবনী ব্লকের সভাপতি নেপাল সিংহ। প্রকাশ্য সমাবেশে তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো তার ভাষণে বলেন, “লালগড়ে বিজেপির সমাবেশ প্রমাণ করে দিয়েছে বিজেপি গাড্ডায় পড়েছে। নাড্ডা এসে বিজেপিকে গাড্ডায় ঢুকিয়ে দিয়ে গিয়েছে।” তিনি আরো বলেন যে, ভাদ্র মাসে যেমন কুকুরের অবস্থা হয়। তেমনি দুটো কুকুরের সেই রকম অবস্থা হয়েছে। তাদের লেজে পেট্রোল ঢেলে দিয়ে গোটা রাজ্যে বিজেপি ছোটাচ্ছে, কিন্তু কোথাও তাদের সাথে লোক পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুনঃ দলগাঁও-এ আনন্দমেলায় সামিল এলাকাবাসী
সেই সঙ্গে ছত্রধর মাহাতো বলেন, “বাম সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও জঙ্গলমহল এলাকার উন্নয়নে হয়নি। জঙ্গলমহলের উন্নয়নের কাজ শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে। ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত জঙ্গলমহল কে ভারতের মানচিত্রে পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলের প্রতিটি মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে, সেখানে কোন নাড্ডার ছবি থাকবে না। জঙ্গলমহলের মানুষ শান্তি ও উন্নয়ন চায়। তাই উন্নয়নের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জঙ্গলমহলের শান্তি প্রতিষ্ঠা করেছেন।”
সিপিএমের হার্মাদরা নির্বিচারে মানুষদের উপর অত্যাচার করেছিল। সেই হার্মাদরা লাল জামা খুলে ফেলে গেরুয়া জামা গায়ে দিয়ে বড় বিজেপি নেতা হয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস খুনের রাজনীতি করেনা তৃণমূল কংগ্রেস শান্তি, উন্নয়ন চায় বলে ছত্রধর মাহাতো জানায়।
আরও পড়ুনঃ বিজেপি রাস্তায় রামকে নামিয়ে এনে নির্বাচনে ভোটের প্রচার করছেঃ সুব্রত মুখার্জি
গোটা রাজ্যের উন্নয়নে কেন্দ্র সরকারের বঞ্চনা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে চলে যাচ্ছেন বলে জানান ছত্রধর মাহাতো। লোকসভা নির্বাচনে মানুষকে ভুল বুঝিয়ে বিজেপি ভোট নিয়েছিল। কিন্তু জঙ্গলমহলের উন্নয়নে তারা কোনো কাজ করেনি। তাই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মিথ্যাবাদী বিজেপিকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে তিনি বলেন লাল মাটিতে ২০২১ সালে পদ্মফুল ফুটবে না, লাল মাটিতে ফুটবে ঘাসফুল। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন জনগণের আশীর্বাদে।
তিনি তার ভাষণে আরো বলেন যে, কেউ কেউ এসে বলছে আমরা জঙ্গলমহলের মুক্তিসূর্য, ভূমিপুত্র। জঙ্গলমহলের মুক্তিসূর্য জঙ্গলমহলের মানুষ, অন্য কেউ নয়। ওই সমাবেশে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি বলেন,”আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে আগামী দিনেও আপনাদের পাশে থাকবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584