নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের দেবগ্রাম অঞ্চলের ছাতনি গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক কর্মীসভার আয়োজন করা হয়। ওই কর্মী সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো,বিধায়ক শ্রীকান্ত মাহাতো,জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো সহ আরো অনেকে।তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো তার ভাষণে বলেন, “২০০৯ ,২০১০ সালে সিপিএমের যে হার্মাদরা গোটা জঙ্গল মহল জুড়ে নির্বিচারে নিরীহ মানুষদের উপর অত্যাচার করেছিল, সিপিএমের সেই হার্মাদরা এখন গেরুয়া বসন পরে বিজেপির জল্লাদ হয়েছে।
তারা একই কায়দায় তৃণমূল কর্মীদের উপর এখন হামলা করেছে।” তিনি আরো বলেন যে, এদের বিরুদ্ধে সবাই কে ঐক্য বদ্ধ ভাবে আন্দোলনে শামিল হতে হবে। তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন আগুন নিয়ে খেলবেন না। কারণ জঙ্গল মহলের মানুষ শান্ত,নিরীহ, তাদের উপর কোন আক্রমণ করলে ছেড়ে কথা বলা হবে না।
আরও পড়ুনঃ বিষ্ণুপুরে বিজেপি কর্মীর কপাল ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তিনি এও বলেন, “বিজেপি নেতারা স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড কে ভাঁওতা বলে প্রচার করছেন। অথচ বিজেপির ঝাড়গ্রাম জেলার সভাপতি সুখময় সৎপথি সপরিবারে দুয়ারে সরকারের শিবিরে গিয়ে স্বাস্থ্য সাথী কার্ড করিয়েছেন। এর থেকে বোঝা যায় ওরা মানুষকে এক বলছেন, আর নেতারা গিয়ে স্বাস্থ্য সাথী কার্ড করছেন।”
ছত্রধর মাহাতো বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম না করে তাকে গদ্দার বলে কটাক্ষ করেন। জঙ্গল মহলের মানুষ আগামী দিনে তাকে উপযুক্ত জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।
ভগবান জয় শ্রী রাম কে সম্মান করি,কেউ যদি জয় শ্রী রাম কে নিয়ে রাজনীতি করে এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করে তাহলে মানুষ চুপ করে থাকবে না বলেও তিনি আজ জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584