এনআইএ-র জেরা শেষে রাতে করম পুজোয় মাতলেন ছত্রধর

0
41

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো এনআইএ-র জেরার মুখোমুখি হয়েছিলেন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত। রাতে তিনি যোগ দিলেন করম পুজোর অনুষ্ঠানে।

Chhtradhar Mahato | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন রাতে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের আঙ্গারনালি ও ছত্রী এলাকায় করম পরবের দু’টি অনুষ্ঠানে যোগ দেন ছত্রধর। দু’টি পুজোর উদ্যোক্তারা ছত্রধরকে সংবর্ধনা দেন।বেশ কিছুক্ষণ ওই দু’টি অনুষ্ঠানে ছিলেন ছত্রধর।

congratualation | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন করম পুজোর কর্মসূচিতে গিয়ে ছত্রধর বলেন, ‘‘যে জঙ্গলমহলের স্বপ্ন আমি দেখেছিলাম, আজ তার অনেকটাই বাস্তব রূপ পেয়েছে। আমি মানুষের দাবিতে গণআন্দোলন করেছিলাম। এখনও মানুষের পাশেই আছি। আগামী দিনেও থাকব।’’

আরও পড়ুনঃ তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূল স্তরের নেতার

ছত্রধরের অবশ্য অভিযোগ, রাজনৈতিক অভিসন্ধিতে তাকে হয়রান করার জন্যই ১১ বছর আগের ওই দু’টি পুরোনো মামলার পুনঃতদন্ত শুরু করেছে এনআইএ। তবে তদন্তে সহযোগিতা করছেন ছত্রধর। শুক্রবার ছত্রধরকে শালবনির একটি কোবরা বাহিনীর ক্যাম্পে ডেকে পাঠিয়ে সিপিএম কর্মী খুনের মামলায় তাকে দীর্ঘক্ষণ জেরা করেছিল এনআইএ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here