নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
একদিকে যখন আজ সকালে করোনা ভ্যাকসিন জেলা হাসপাতালের কোল্ড চেন থেকে বের করে জেলার ৬ টি টিকাকরণ কেন্দ্রে পাঠানোর কাজ শেষ করা হয়েছে। অন্যদিকে তখন আজ দুপুরে এই টিকাদান কেন্দ্র গুলিতে সাজসাজ রব।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ জেলায় টিকাকরণের সাথে যুক্ত কর্ত্তাব্যক্তিরা সেই কাজ খতিয়ে দেখতে টিকাকরণ কেন্দ্র গুলিতে সরেজমিনে পরিদর্শন চালালেন।জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান, আগামী কাল বালুরঘাট জেলা হাসপাতালের পি পি ইউনিটের পাশেই থাকা একটি ঘরে এই টিকা করণের কাজ শুরু করা হবে।
প্রথম পর্যায়ে ১৮০০ র অধিক করোনা যোদ্ধা স্বাস্থ্যকর্মীদের এই টিকা দেওয়া হবে। তবে যে হেতু প্রতিদিন ১০০ জন করে দেওয়া হবে, তাই ওই ১০০ জনের মধ্যে আমরা সব পর্যায়ের ডাক্তার, নার্স থেকে সাফাই কর্মী সবাইকে মিক্সড করে তালিকা তৈরি করে এই টিকা করণ শুরু করা হবে কেন্দ্রীয় কোভিড গাইড লাইন মেনে।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে পৌঁছাল করোনা ভ্যাকসিন
প্রথম অপেক্ষামান ঘর থেকে ভ্যাকসিনেসনের ঘর ও বিশ্রামাগার ত্রিস্তরিয় এই গাইড লাইন মেনে এই টিকা করণ আমরা আগামীকাল থেকে সারা দেশের সাথে করোনাকে জব্দ করতে কাধে কাধ মিলিয়ে লড়াইয়ে ময়দানে নামতে চলেছি বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584