কেন্দ্রীয় বাহিনী নয় রাজ্য পুলিশে আস্থা মুখ্যমন্ত্রীর

0
100

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

mamata Insinuation about bjp with commission
নিজস্ব চিত্র

মথুরাপুর লোকসভা কেন্দ্রে শেষ প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি মন্দিরবাজারে প্রচার সারেন তৃনমূল প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া।এদিন সর্মথকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন ‘রাজ্য জুরে যে সন্ত্রাস সেটাকে রোধ করতে এবার সাধারন ভোটারদের রুখে দাঁড়াতে হবে।

mamata Insinuation about bjp with commission
সভামঞ্চে বক্তব্য দিচ্ছেন মমতা ব্যানার্জি। নিজস্ব চিত্র
mamata Insinuation about bjp with commission
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মমতা কখনও মিথ্যা বলে না,মোদী ঝাড়া মিথ্যাবাদী মত কেষ্টর

mamata Insinuation about bjp with commission
নিজস্ব চিত্র

বিরোধী হোক কিংবা কেন্দ্রীয় বাহিনী কেউ ইভিএমের সামনে গেলে নিজেরায় রখে দাঁড়াবেন।বুথে কেউ ঝামেলা পাকালে পুলিশকে খবর দেবেন।’
তিনি আরো বলেন, “নির্বাচন কমিশন ও বিজেপি একই ছত্র ছায়াতে কাজ করছে।তাই বিজেপির ইশারায় একদিন আগে ভোটপ্রচারের দিন কমিয়ে দিয়েছে।মানুষ বিচার করবে।”
এদিন উন্নয়নের নিরীখে আবারো সিএম জাটুয়াকে নির্বাচনে জেতানোর কথা বলেন।এরপর ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে তিনি রওনা হন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here