নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ নম্বর ব্লকের জাহালদা চক্রের ৪৩ টি প্রাথমিক স্কুল ও ২৪ টি শিশু শিক্ষা কেন্দ্র এবং নিম্ন বুনিয়াদি বিদ্যালয়গুলিকে নিয়ে একটি চক্রক্রীড়ার আয়োজন করা হয় সোহাগপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। ৩৮ তম বর্ষে পড়ল এই চক্রক্রীড়া প্রতিযোগিতা।
মশাল সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা,পরে পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন ও পায়রা উড়িয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।
প্রতি বছর এই ক্রীড়া প্রতিযোগিতাগুলি করতে গেলে শিক্ষকদের নিজেদের পয়সা খরচ করতে হতো। তবে এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় প্রত্যেকটি চক্রক্রীড়া থেকে আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করার জন্য এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে প্লাস্টিক ব্যবহারের সচেতনতা বাড়াতে সাইকেল র্যালি
এই প্রথম এই ব্যবস্থা চালু হল, যার ফলে খুশি শিক্ষক ও শিক্ষা কর্মীবৃন্দ। ক্লাব ও মেলার বিভিন্ন অনুষ্ঠানে টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে নতুনভাবে স্কুলগুলিতে ক্রীড়া পরিচালনার ক্ষেত্রে এই টাকা দেওয়ায় অনেক গ্রাম্য প্রতিভা খুঁজে পাওয়া যাবে, প্রতিষ্ঠা করা যাবে বলে মনে করেছেন ক্রীড়ার উদ্যোক্তারা।
এ দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাহালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৌভিক প্রধান, জেলা পরিষদের ক্ষুদ্র ও কুটির শিল্পের কর্মদক্ষ্য শৈবাল গিরি, দাঁতন ব্লকের বিধায়ক প্রতিনিধি কালিপদ সামন্ত-সহ অংশগ্রহণকারী স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584