সরকার-রাজ্যপাল বিরোধ লোক দেখানো, বাজেট ভাষণ শেষে দাবি বিরোধীদের

0
69

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

বাজেট বক্তব্য ঘিরে বেশ কয়েকদিন ধরেই বিতর্ক জারি রেখেছিলেন রাজ্যপাল। রাজ্যপাল জগদীপ ধনকড় প্রকাশ্যে জানিয়েছিলেন, মন্ত্রীসভার পাঠানো খসড়া বক্তব্য সাংবিধানিক প্রধান হিসাবে পরিবর্তিত করার অধিকারী তিনি।

রাজ্যপালের এই মন্তব্যে যখন আশঙ্কায় প্রহর গুনছে বঙ্গ বিধানসভা তখন সকলকে চমক দিয়ে সরকারের লেখা ভাষণ হুবহু পড়ে বাজেট অধিবেশনের সূচনা করলেন ধনকড়। আর সেই ভাষণে উল্লেখ নেই কেন্দ্র বিরোধী কোনও কথার।

ফাইল চিত্র

এই ঘটনায় রাজ্য সরকার রাজ্যপালের বিরোধ আসলে লোক দেখানো বলে দাবি করেছেন বিরোধী বাম-কংগ্রেস। তাঁদের দাবি, মমতা সরকারের বাজেট বক্তব্যে মোদী সরকারের বিরুদ্ধে টুঁ শব্দটি পর্যন্ত নেই। তাহলে কি রাজ্যপালের চাপেই বাধ্য হয়ে কেন্দ্র বিরোধী কথা বাদ দিয়েছে মমতা সরকার? এমন প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।

Jagdeep Dhankhar | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ‘ডান্ডা’ বিতর্কে গালিগালাজ থেকে হাতাহাতি কংগ্রেস-বিজেপির, মুলতুবি অধিবেশন

এদিন বিধানসভায় সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মান্নানের প্রশ্ন ‘উনি কার ভয়ে ভীত?’ একই সাথে মান্নান জানিয়েছেন, ‘কেন্দ্রের বিরুদ্ধে যদি উনি কথা বলতেন, তাহলে আমরা প্রশংসায় করতাম, পাশে থাকতাম। আসলে উনি শাক দিয়ে মাছ ঢাকতে গিয়েছেন।‘

Jagdeep Dhankhar | newsfront.co
নিজস্ব চিত্র

অপরদিকে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, ‘ আমরা বলেছিলাম,লিখিত ভাষণের বাইরে কোনও কথা বললে আমরা তার প্রতিবাদ করব। সৌজন্য অসৌজন্যের লোক দেখানো খেলা চলছে। দুর্নীতিগ্রস্থরা কোনও দিনই কোনও লড়াই ঠিকমতো লড়তে পারে না।

আরও পড়ুনঃ প্রতিবেশী হওয়ার সুযোগ নিয়ে দিল্লির মার্কিন দূতাবাসে ধর্ষণ নাবালিকাকে

সামনে পিছনে মাঝে ভয় লুকিয়ে থাকে।‘এদিন বাজেট বক্তব্যের পর বিধানসভায় অধ্যক্ষের ঘরে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন রাজ্যপাল। শেষে সৌজন্য বিনিময় করে বিধানসভা ছাড়লেন। বাজেট বক্তব্যের পর টুইটারে রাজ্যপাল লেখেন,’ সাংবিধানের পরম্পরা মেনেই ভাষণ পাঠ করেছি।‘

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here