নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
বাঁকুড়ার রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকে বাঁকুড়ার জনপ্রতিনিধি থেকে প্রশাসনিক আধিকারিকদের এক হাত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুরসভার চেয়ারম্যানকে তোপ দেগে মুখ্যমন্ত্রী তাকে বলেন , আপনি কি কোন কাজ করেন না আপনার নামে লোকের এত প্রবলেম কেন। একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভের কাজ হলো মানুষের জন্য কাজ করা মানুষের সাথে ভালো ব্যবহার করা।
আরও পড়ুনঃ মহিষাদল বইমেলার উদ্বোধনে এসে পাঠককুলকে উৎসাহ দান শুভেন্দুর
যদি মানুষের কাছে ভুল করেন তাহলে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ক্ষমা চেয়ে আসবেন। পাবলিক যেন না ভাবে আপনিই বড় হনু, পাবলিক সবথেকে বড় আমরা কেউ নয়। জেলার প্রশাসনিক কর্তাদের কাজে অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন একটা প্রজেক্ট তৈরি হলো তিন বছরের মধ্যে ভেঙে পড়ে গেল, কোন কন্টাকটার কাজ করেছে, ওই কন্ট্রাক্টরকে ওই কাজ করতে হবে এবং এফআইআর করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন কন্ট্রাকটারদের জন্যই আমাদের সমস্যায় পড়তে হয় পিএইচই অফিসারদের জন্য সরকারের কেন সমস্যায় পড়তে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584