নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সোমবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে দুজনের আলাপচারিতাও হয়েছে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। দিলীপবাবু যদিও এই নিয়ে বেশি শব্দ খরচ করেননি। শুধু জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করেছিলেন। বুধবারের সর্বদল বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। হ্যাঁ, দিলীপ ঘোষকে ফোন করে সর্বদল বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ নবান্নের সভাঘরে বুধবার সর্বদলীয় বৈঠক
সূত্রের খবর, এদিন বিকেলে মুখ্যমন্ত্রী ফোন করেন দিলীপ ঘোষকে। দিলীপবাবুকে বুধবারের বৈঠকে হাজির থাকার অনুরোধ করেন তিনি। দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে জানান, বুধবার মেদিনীপুরে তাঁর কর্মসূচি রয়েছে। শুনে মুখ্যমন্ত্রী নিজস্ব ভঙ্গিমায় বলেন, ‘ওসব পরে হবে, বুধবারের মিটিংয়ে আসবেন।‘ করোনা পরিস্থিতিতে প্রায় ৩ মাস পর বৈঠক ডাকলেন মমতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584