নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মাওবাদী নেতা সুদীপ চোংদারের মৃতদেহ গ্রামে এসে পৌঁছাতেই গ্রামে নেমে এল শোকের ছায়া।গ্রাম সহ পাশাপাশি গ্রামের মানুষেরা খবর পেয়েছিলেন যে সুদীপের মৃতদেহ নিয়ে আনা হচ্ছে।খবর শুনেই হাজার হাজার মানুষ সুদীপের বাড়ির সামনে হাজির হতে থাকে সন্ধ্যে থেকেই।সুদীপ বাবুর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার চাঁদাবিলা গ্রামে।গ্রামের বাড়িতে গত প্রায় এক দশক ধরে ছেলের অপেক্ষায় দিন গুনলেও ছেলের সঙ্গে দেখা করে কথা বলা হলো না তার আশি বছরের বৃদ্ধা মায়ের।গত শুক্রবার কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে মৃত্যু হয় মাওবাদী নেতা সুদীপ চোংদার (৫৭) ওরফে কাঞ্চনের। তারপর আজ তার মৃতদেহ রাত্রি প্রায় একটা,নাগাদ সৎকারের জন্য নিয়ে আনেন গ্রামের বাড়িতে পরিবারের লোকেরা।
আরও পড়ুনঃ প্রকাশ্যে খুন তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস, রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে
উল্লেখ্য,লালগড় আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত থাকার অপরাধে ২০১০ সালের ডিসেম্বর মাসে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়ে কাঞ্চন ওরফে সুদীপ চোংদার।তারপর থেকেই সে বন্দী আলিপুর সেন্ট্রাল জেলে।জানা গিয়েছে, গত ৪ ঠা ফেব্রুয়ারী আলিপুর জেলের মধ্যেই সেরিব্রাল এটাক হয় সুদীপ চোংদারের। প্রথমে তাকে আলিপুর জেল হাসপাতাল পরে এম আর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।কিন্তু গতকাল দুপুরে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে কাঞ্চন।
আজ তার মৃতদেহ গড়বেতায় নিয়ে আসা হয়।রবিবার সুদীপ চোংদারের মৃতদেহ নিয়ে গ্রাম প্রদক্ষিণ করবেন গ্রামবাসীরা, তারপর সৎকাজ করা হবে বলে পরিবারিক সুত্রে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584