সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
দক্ষিণ ২৪ পরগণায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন কাকদ্বীপের হারুউড পয়েন্ট কোস্টাল থানা এলাকার হালদার চক গ্রাউন্ডে প্রশাসনিক বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।
বৈঠকের শুরুতেই বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্ত সুন্দরবন অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় বাকি থাকা কাজের দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন জেলা শাসককে।
বৈঠকে উঠে আসে একাধিক প্রসঙ্গ। গঙ্গাসাগর মেলা নিয়েও বেশ কিছু পদক্ষেপের কথা জানান তিনি। গঙ্গাসাগর মেলা সুস্থ স্বাভাবিক ভাবে সম্পন্ন করা যায়, এ নিয়েও জেলাশাসক ও পুলিশকে নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো।
আরও পড়ুনঃ ট্রাম্পের মাথার দাম ৮ কোটি ডলার
পাশাপাশি এই বৈঠকে উঠে আসে জেলার বেআইনি নার্সিংহোমগুলির কথা। জেলার বিভিন্ন প্রান্তে অবৈধভাবে বিল্ডিং-এর উপর কড়া নজরদারির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
বৈঠকে উঠে আসে গতকাল উস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত তিন জনের কথা। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বিদ্যুৎ দফতরকে ধমকও দেন। তদন্তে ভার দেন জেলা ডিএমকে।
আরও পড়ুনঃ আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়ী মুর্শিদাবাদের তিন ছাত্রী
পাশাপাশি এ দিনের প্রশাসনিক বৈঠক থেকে এনআরসি ও সিএএ বিরুদ্ধে বিরোধী দলগুলোর ডাকা বনধকে সমর্থন না করে রাজ্য স্বাভাবিক রাখার নির্দেশ দেন তিনি। প্রশাসন ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, বনধ করে আন্দোলন নয়, অন্য পদ্ধতিতে এর বিরুদ্ধে আন্দোলন করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584