শ্যামল রায়,নদীয়াঃ
ধর্মঘটের মধ্যেই নদীয়া জেলা সফরে মুখ্যমন্ত্রী।সেই উপলক্ষে সমগ্র নদীয়া কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।নদীয়ার রানাঘাটের ছাতিমতলা মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই উপলক্ষে চলছে হেলিকপ্টার মহড়া,আর সেই মহড়া দেখতে রানাঘাটের ছাতিম তলায় উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।অন্যদিকে আজ রানাঘাটে প্রশাসনিক সভা শেষ করে সন্ধ্যে নাগাদ কৃষ্ণনগরে সার্কিট হাউসে পৌঁছে যাবেন মমতা।সার্কিট হাউসে জেলার ব্লক স্তর থেকে শুরু করে জেলায় স্তরের নেতা কর্মী মন্ত্রীদের সাথে দফায় দফায় বৈঠক সারবেন।বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ কৃষ্ণনগর গর্ভমেন্ট কলেজ মাঠে পরিষেবা প্রদান অনুষ্ঠান।নদীয়া জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমপক্ষে সাতটি প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে জানা গেছে।একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন।
এছাড়াও কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।আইটি হাবের ও আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করবেন তিনি।
আরও পড়ুন: ধর্মঘটের মিশ্র প্রভাব কালনা কাটোয়া মহকুমায়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584