নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রবিবার ছিল মুখ্যমন্ত্রীর জন্মদিন। আর সেই লক্ষ্যেই গোটা রাজ্যে তৃণমূলের পক্ষ থেকে একের পর এক কর্মসূচি নেওয়া হয়েছে। এই জন্মদিনে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মেদিনীপুর শহরে ছড়িয়ে থাকা ভবঘুরেদের কেক ও খাবার বিলি করল জেলা যুব তৃণমূল। রবিবার সকাল থেকেই মেদিনীপুর শহর ছাড়াও জেলার বিভিন্ন স্থানে খাবার বিলি হয়েছে।
মুখ্যমন্ত্রীর জন্মদিনকে বিশেষভাবে পালন করার উদ্যোগ নিয়েছিল জেলা যুব তৃণমূল। এই দিনে মুখ্যমন্ত্রীর জন্য দীর্ঘায়ু ও আশীর্বাদ কামনা করে পথচলতি ভবঘুরে ও দুস্থদের খাবার বিলির উদ্যোগ নেওয়া হয় সকালে। জেলা যুবনেতা প্রসেনজিৎ চক্রবর্তী ও নির্মাল্য চক্রবর্তীর উদ্যোগে মেদিনীপুর শহরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে এই কাজ শুরু হয়।
কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে ভবঘুরে আবাসনে থাকা ভবঘুরেদের বিভিন্ন রকমের খাবার ও কেক বিলি করা হয়। এরপর বাসট্যান্ড চত্বরে ছিটিয়ে ছড়িয়ে থাকা ভবঘুরেদেরও একই রকমভাবে খাবার বিলি করা হয়। সেই সঙ্গে বাসযাত্রী, পরিবারের শিশু ও অন্যান্যদেরো রাস্তায় ঘুরে একই রকম খাবার বিলি করা হয়েছে।
যুবনেতা প্রসেনজিৎ চক্রবর্তী বলেন-” আজকের দিনে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে এই উদ্যোগ। সকলকে একটু খাবার দিয়ে মুখ্যমন্ত্রীর সদিচ্ছার প্রসার ঘটানোই লক্ষ্য ছিল।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584