শ্যামল রায়,কালনাঃ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বাক্ষরিত শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য।এই শুভেচ্ছা বার্তা পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ এর জন্য নানান ধরনের অনুষ্ঠান হলো মঙ্গলবার।
পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নিতিশ বালা এলাকার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে একটি সভা করেন অফিস কার্যালয়ে।স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বাক্ষরিত শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সেই শুভেচ্ছা বার্তা গুলো তুলে দেওয়া হয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে।
আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার্থীদের চকলেট জলের বোতল দিয়ে শুভেচ্ছা তৃণমূল ছাত্র পরিষদের
এছাড়াও পূর্বস্থলী ২ নম্বর ব্লকের মুখ সিংপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীন জয় কৃষ্ণপুর তৃণমূল কংগ্রেস গ্রাম কমিটির তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা বার্তা এবং একটি করে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।জয় কৃষ্ণপুর তৃণমূল কংগ্রেস গ্রাম কমিটির যুব নেতা শেখ আশিফ জামান ও পিকু শেখের নেতৃত্বে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে এই শুভেচ্ছা বার্তা বিতরণ অনুষ্ঠান হয়।
পিকু শেখ জানিয়েছেন যে, তাদের জয় কৃষ্ণপুর গ্রামের ৩৭জন মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে এই শুভেচ্ছা বার্তা এবং মিষ্টির প্যাকেট দেওয়া হয়।উপস্থিত ছিলেন গ্রাম কমিটির পক্ষে রফিক শেখ,আমিনুল সাহেব, সাহাদুল কাল,আলতাব আরশেদ মহিম সহ অনেকে।কালনা ২ নম্বর ব্লক ও মন্তেশ্বরে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা বার্তা বিতরণ করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584