পিয়ালী দাস, বীরভূমঃ
দেউচা পাচামি কয়লা শিল্প প্রকল্পের কাজে গতি আনতে বৃ্হস্পতিবার বীরভূমে প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার মানুষ, পাথর খাদান মালিক, বীরভূমের পুলিশ সুপার, বীরভূমের জেলাশাসক।

বৈঠক শেষে মুখ্য সচিব জানান, ‘প্রাথমিকভাবে ৩০০ থেকে ৬০০ একর জমি নিয়ে কয়লা উত্তোলনের কাজ শুরু করা হবে খুব শীঘ্রই। রাজ্য সরকারের তরফে এলাকার মানুষকে সঠিক তথ্য দেওয়ার জন্য আজকে এই বৈঠকে আমরা অংশগ্রহণ করেছি। এই কয়লা উত্তোলন প্রকল্পকে কেন্দ্র করে যাতে মানুষ অপপ্রচারের শিকার না হন, সে বিষয়ে স্পষ্ট ধারণা এলাকার মানুষকে আমরা দিয়েছি। এলাকার মানুষের একাধিক প্রশ্নের উত্তর আমরা দিয়েছি।
আরও পড়ুনঃ করোনা সংক্রমণ রুখতে বাংলার জন্য ৪২ হাজার লক্ষ টাকার প্যাকেজ ঘোষণা কেন্দ্রের
এখানে কয়লা শিল্প হলে এখানকার মানুষ সরকারি কী কী সুযোগ সুবিধা পেতে পারে সে বিষয়ে সরকারের তরফে তাদের কাছে জানিয়ে দেওয়া হয়েছে। দেউচা পাচামি এলাকায় মাটির তলায় যে সম্পদ রয়েছে সেই সম্পদ কোনো বেসরকারি কারণে ব্যবহার করে ব্যক্তিগত লভ্যাংশ ভোগ করার জায়গা নয়। এটি একটি সরকারি প্রকল্প।
আরও পড়ুনঃ পুলিশ, স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানোর দাবিতে স্মারকলিপি বিজেপির
সরকার এই কয়লা উত্তোলন করে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করবে যাতে বিদ্যুতের মূল্য অনেকাংশে কমানো যায়। এই এলাকায় সর্বোচ্চ সাড়ে তিন হাজার একর জমিতে কয়লা উত্তোলনের কাজ হবে। তিন থেকে চার ধাপে এই কাজটি সম্পন্ন করা হবে। এলাকার যেসব মানুষরা পাথরের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের প্রত্যেকের স্বার্থ সুরক্ষিত রাখা হবে।’ মুখ্য সচিব জানান, দেউচা পাচামি এলাকার সকল মানুষকে সম্পূর্ণ পুনর্বাসন দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584