শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
মাত্র কয়েক ঘন্টার ঘূর্ণিঝড়ে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গোটা বাংলা। পানীয়-জল বিদ্যুতের মত ন্যূনতম পরিস্থিতি স্বাভাবিক করতে হিমশিম খাচ্ছে প্রশাসন। এই পরিস্থিতিতে রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসার জন্য আর যাতে শ্রমিক স্পেশাল ট্রেন এই মুহূর্তে রাজ্যে না আসে, তা জানিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রককে চিঠি দিলেন মুখ্যসচিব রাজীব সিনহা। ২৬ মে-পর্যন্ত এই প্রক্রিয়া স্থগিত রাখতে বলা হয়েছে।
কিন্তু রাজ্যের এই সিদ্ধান্তের কারণ কি? জানা গিয়েছে, ধাপে ধাপে শ্রমিকদের এ রাজ্যে এনে বিশেষ স্ক্রিনিংয়ের মাধ্যমে সুস্থতা দেখে নিয়ে তারপর তাদের এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু আমফান-বিধ্বস্ত বঙ্গে দুরবস্থা এমনই, এই পরিকাঠামোর দিকে নজর দেওয়ার সময়ই পাচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। এই অবস্থায় শ্রমিকরা রাজ্যে পৌঁছলে আরও বিপদে পড়বেন এবং নিজের জেলাতেও হয়তো পৌঁছতে পারবেন না। তাই এই সময় বিলম্ব চাওয়া হয়েছে।
আরও পড়ুনঃ আমপান বিধ্বস্ত পরিস্থিতি স্বাভাবিক করতে সেনার সাহায্য চাইল রাজ্য
প্রসঙ্গত, আমফান আসার পূর্বাভাস পাওয়ার পরেই সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে বাংলা ও ওড়িশার সমস্ত শ্রমিক স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছিল। ঝড়ের দাপটে ট্রেন উল্টে গিয়ে যাতে বড় কোনও দুর্ঘটনায় না পড়তে হয়, সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই দিন মহারাষ্ট্র থেকে প্রায় ৫ হাজার যাত্রী নিয়ে তিনটি ট্রেন আসার কথা ছিল বাংলা এবং ওড়িশায় । পরে সেগুলি বাতিল করা হয়। সব মিলিয়ে আপাতত ৬ দিন শ্রমিক স্পেশাল ট্রেন বন্ধ রাখতে চাইছে বঙ্গ প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584