হলদিয়া পুর এলাকায় চলল স্বচ্ছ ভারত অভিযান

0
40

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

করোনা আবহে এলাকার মানুষকে সুরক্ষিত রাখতে স্বচ্ছ ভারত অভিযানে নামল হলদিয়া পুরসভার এলাকার বেসরকারি কারখানার কর্মীরা। পুরসভার সাফাই কর্মীদের নিয়ে হলদিয়ার কয়েকটি জায়গায় অভিযান চালাল তারা।

distrabute | newsfront.co
নিজস্ব চিত্র

হলদিয়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডের সাফাই কর্মীদের নিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করলেন তারা। শুধু তাই নয়, হলদিয়া পুরসভা এলাকার সাফাই কর্মীদের সম্মান জ্ঞাপন করা হলো। একটি অনুষ্ঠানের মাধ্যমে স্বচ্ছ ভারত অভিযানে হলদিয়া পুরসভার ৫টি ওয়ার্ডের প্রায় তিন শতাধিক সাফাই কর্মীকে সম্মান জ্ঞাপন করা হল। এই সমস্ত সাফাই কর্মীদের সম্মান জ্ঞাপন করে কৃতজ্ঞতা জানালেন ভারত পেট্রোলিয়ামের হলদিয়া শাখার ম্যানেজার গান্ধী রায়।

আরও পড়ুনঃ শহিদ জওয়ানদের স্মৃতিতে রক্তদান শিবির শালবনিতে

প্রায় তিন শতাধিক সাফাই কর্মীদের হাতে মাস্ক স্যানিটাইজার ও নানারকম খাদ্যদ্রব্য উপহার হিসাবে তুলে দেন তিনি। হলদিয়া পুরসভার ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সামনে দুর্গাচকে সাফাই কর্মীদের সংবর্ধনা জ্ঞাপনও করলেন তিনি। সেইসঙ্গে তাদের হাতে খাদ্যদ্রব্যও তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান কাউন্সিল নারায়ণ চন্দ্র প্রামাণিক, হলদিয়া পুরসভার কাউন্সিলার এবং আইনজীবী বিমল মাঝি ও অন্যান্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here