নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ফের শিশু মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো গোটা হাসপাতাল চত্বরে। অভিযুক্ত চিকিৎসকদের শাস্তির দাবিতে রাস্তায় শিশুর মৃতদেহ রেখে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শিশুর আত্মীয় পরিজনরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর-১ ব্লকের বাসুদেবপুর এলাকার।
জানা যায়, বাসুদেবপুর উপস্বাস্থ্য কেন্দ্রে থেকে দেওয়া হয়েছিল ইঞ্জেকশন। স্থানীয় বাসিন্দা ও মৃত শিশুর পরিবার সংশ্লিষ্ট এএনএমকে গ্রেপ্তারের দাবিতে সকাল থেকেই ঘাটাল পাঁশকুঁড় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
মৃতের পরিবারের অভিযোগ ২৮ নভেম্বর ওই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে এলাকার রায়ন রাম নামে পাঁচ মাসের এক শিশুকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। গত রাতে সে মারা যায়। রায়নের বাড়ি বাসুদেবপুরেই। তারই মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ।
দাসপুর থানার পুলিশের হস্তক্ষেপ ওঠে রাজ্যসড়কের বিক্ষোভ, পুলিশ অবরোধ তুললেও স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আবার বিক্ষোভ শুরু হয়।
আরও পড়ুনঃচিকিৎসক-নার্সদের অভাবে শোচনীয় অবস্থা স্বাস্থ্য কেন্দ্রের
যদিও পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা জানিয়েছেন, বিষয়টি শুনেছি। কিন্তু কি কারণে শিশুটির হয়েছে তা খোঁজ নিয়ে দেখতে হবে। তবে ভ্যাকসিন নেওয়ার কারণে মৃত্যু হওয়ার কথা নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584