নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
জ্বরে আক্রান্ত হয়ে দশম শ্রেণীর এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চরম আতঙ্ক তৈরি হলো এলাকায়। মৃত ওই ছাত্রের নাম আকাশ মালাকার (১৪)। বাড়ি ইসলামপুর থানার শান্তিনগর এলাকায়।
শুক্রবার রাতে তাকে আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এরপর তার মৃতদেহটি মর্গে রেখে দেওয়া হয়। ইসলামপুর ক্ষুদিরাম পল্লীর সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে দশম শ্রেণীতে পড়াশোনা করত ওই পড়ুয়া। কিন্তু ময়নাতদন্ত না করেই শনিবার বিকেলে জানিয়ে দেওয়া হয় ওই মৃতদেহর ময়নাতদন্ত ইসলামপুরে হবে না।
আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় তাবলীগ সদস্যদের প্লাজমা দানের প্রশংসা, শোকজ আইএএস অফিসারকে
তাকে রায়গঞ্জে পাঠানো হবে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারের সদস্যদের পাশাপাশি শান্তিনগরের বাসিন্দাদের মধ্যে। এলাকাবাসীর মধ্যেও করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইসলামপুর পুরসভার চেয়ারম্যান তথা ইসলামপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, ইসলামপুর মর্গে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞের অভাব থাকায় সেটিকে রায়গঞ্জে পাঠানো হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584