সাংসদ আবু তাহেরের গাড়ির ধাক্কায় মৃত্যু শিশুর

0
124

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদ:

বুধবার মুর্শিদাবাদের নওদা থানার পিপড়ে খালি বাজার এলাকায় তৃণমূল সাংসদ আবু তাহেরের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। জানা গিয়েছে, শিশুটির নাম হাসিম সরকার (৬)। তার বাড়ি নওদার গঙ্গাধারি উত্তর শেখপাড়া এলাকায়।
পরিবার সূত্রে জানা যায় মায়ের সঙ্গে পিপড়েখালি এলাকায় ব্যাঙ্কে গিয়েছিল সে। শিশুটির মা ব্যাঙ্কে ব্যস্ত থাকাকালীন, ওই শিশু একাই রাস্তা পারাপার করতে যায়। সে সময় মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান বহরমপুর যাচ্ছিলেন, তাঁর গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে ওই শিশু। এই ঘটনায় গুরুতর আহত শিশুটিকে তড়িঘড়ি সাংসদ নিজের গাড়িতে করে বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে আসেন। সেখানেই চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারসহ এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here