মনিরুল হক, কোচবিহারঃ
চিকিৎসার গাফিলতিতে পাঁচ মাসের শিশুপুত্রের মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ছড়াল তুফানগঞ্জে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাটাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের দেবত্র চারালজানি এলাকায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় হাসপাতাল চত্ত্বরে। পরে সেখান থেকে গিয়ে পরিবারের লোকজন তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল মৃত শিশুটি অসুস্থ হওয়ায় একজন চিকিৎসকের চেম্বারে দেখিয়ে ওষুধ নিয়ে যায়। কিন্তু তাতে কাজ না হওয়ায় আজ ভোর চারটে নাগাদ তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই শিশুর মৃত্যু হয়।
আরও পড়ুনঃ প্রয়াত রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ডঃ সুকুমার হাঁসদা
পরিবারের লোকজনের অভিযোগ, ওই শিশুকে হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক ও একজন নার্স সঠিক ভাবে তার দেখভাল ও চিকিৎসা করেনি। চিকিৎসার গাফিলতিতেই পাঁচ মাসের পুত্র সন্তানের মৃত্যু হয় বলে অভিযোগ করেন ওই শিশুটির বাবা।
এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, যদি চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছে পরিবারের লোকজন। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584