মেদিনীপুরে শিশু বান্ধব সংসদ তৈরির উদ্দেশ্যে প্রচার অভিযান কর্মসূচি

0
86

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

গত ৩০ শে সেপ্টেম্বর ২০২০ থেকে ৬ ই অক্টোবর ২০২০ পর্যন্ত গান্ধী জন্ম -জয়ন্তীকে মাথায় রেখে ‘অ্যাকশন এইড’ কলকাতা অফিসের উদ্যোগে পশ্চিমবঙ্গের ৮টি জেলায় ‘কাজলা জনকল্যাণ সমিতি’- র মতো সংগঠন কে সাথে নিয়ে শিশুবান্ধব সংসদ তৈরি করার প্রচার অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

people | newsfront.co
প্রচার অভিযান কর্মসূচি ৷ নিজস্ব চিত্র

কোভিড -১৯ ও আমপান ঝড়ের ফলে শিশুদের বিদ্যালয়ের পঠন-পাঠন প্রায় ছ’মাস বন্ধ ৷ শিশুরা গৃহবন্দী, বাড়ছে মানসিক চাপ,ভয়ঙ্কর হতে চলেছে, স্কুল-ছুটের সংখ্যা, অসংখ্য অভিভাবক আজ কর্মহীন। তাই প্রতিটি পঞ্চায়েতে ‘শিশুবান্ধব পরিবেশ’ হওয়ার অন্তরায় গুলিকে পঞ্চায়েত প্রধানের কাছে কিশোর-কিশোরীদের আবেদনের মাধ্যমে তুলে ধরার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

boy | newsfront.co
নিজস্ব চিত্র

‘কাজলা জনকল্যাণ সমিতি’ এই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিশোর-কিশোরীদের নিয়ে সচেতনতার মাধ্যমে নতুন উদ্যোগ নিয়েছে । সেই লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার পাঁচটি ব্লকে অর্থাৎ কাঁথি-১, দেশপ্রাণ, কাঁথি -৩, রামনগর -২, খেজুরী-১, এবং ১১ টি গ্রাম পঞ্চায়েতে অর্থাৎ মাজিলাপুর, সরদা, দারিয়াপুর,কুসুমপুর, মারিষদা, কানাইডিঘি, ভাজাচাউলি, হেঁড়িয়া,লাখি, টিকাশি, মৈতনা গ্রাম পঞ্চায়েতের ২৮ টি গ্রাম সংসদে উক্ত সময়ের মধ্যে প্রতিটি পঞ্চায়েত প্রধানের কাছে কিশোর-কিশোরীদের মাধ্যমে আবেদন পত্র জমা দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে ঘোষণা হল তৃণমূল কংগ্রেসের জেলা – ব্লক কমিটি

এর ফলে প্রতিটি পঞ্চায়েত এ ধরণের অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং অঙ্গীকারবদ্ধ হয়েছে যে আগামী দিনে এই ধরণের কর্মসূচিকে রূপায়ণের জন্য ‘শিশুবান্ধব সংসদ’ গড়ে তোলার লক্ষ্যে বার্ষিক পরিকল্পনা ও বাজেটের বিষয়টি অন্তর্ভুক্ত করবে । এছাড়াও ‘অ্যাকশন এইড’ ও ‘সাথি সংগঠন’ গুলির উদ্যোগে ব্লক স্তরে, জেলাতে শিশু সুরক্ষা ইউনিট গড়ে তোলার জন্য জেলা শাসকের কাছে আবেদনপত্র জমা দেওয়া হবে।

আরও পড়ুনঃ ফারাক্কায় এনটিপিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে ফের বিক্ষোভ শাটডাউন শ্রমিকদের

আবেদন গুলি একত্রীকরণ করে রাজ্যে ডাইরেক্টর অফ চাইল্ড রাইটস অ্যান্ড ট্রাফিকিং -এর কাছেও জমা দেওয়া হবে।আবেদনের বিষয়বস্তু গুলি হল-১)গ্রাম পঞ্চায়েতে প্রতিটি সংসদে শিশু শ্রমিক, বাল্যবিবাহ,শিশু নির্যাতন ও বিদ্যালয় ছুট যাতে না হয় সেই জন্য নির্দিষ্ট সংসদ ভিত্তিক পরিকল্পনা গ্রহণ ও বাজেট বরাদ্দ করার আবেদন ৷২) সংসদ টি যাতে শিশু শোষণ-বঞ্চনা নির্যাতন মুক্ত হয়ে শিশু বান্ধব সংসদ হিসেবে চিহ্নিত হয়।
৩) গ্রাম পঞ্চায়েতে যে শিশু সুরক্ষা কমিটি আছে তা শক্তিশালী করার জন্য পঞ্চায়েত ও পঞ্চায়েতে নারী ও শিশু উপসমিতির কাছে আবেদন ।৪) পঞ্চায়েতের সাধারণ সভায় শিশু সুরক্ষা কমিটি গুলির কাজকর্ম ও কমিটিগুলোকে শক্তিশালী করার জন্য পর্যালোচনা ও নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ।৫)গ্রাম সংসদ সভা ও গ্রাম সভায় শিশুশ্রমিক, বাল্যবিবাহ, শিশু পাচার, শিশু নির্যাতন ও বিদ্যালয় ছুট বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here