অনির্বাণ দে, মুর্শিদাবাদ
মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সহযোগিতায় শিশুশ্রম ও বাল্য বিবাহ রোধে দুদিনের কর্মশালা শুরু হল বহরমপুর রবীন্দ্র সদনে। সোম ও মঙ্গলবার দুদিনের কর্মশালা সম্পন্ন হয় রাজ্য শিশু সুরক্ষা দপ্তরের অধীনে । সোমবারের কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষার চেয়ারপার্সন অনন্যা চ্যাটার্জী, রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন, অভিনেত্রী জুন মালিয়া, অভিনেতা সৌমিত্র রায়, চিত্র পরিচালক সুদেষ্ণা রায়, মুর্শিদাবাদ জেলাশাসক ডঃ পি উলগানাথন, জেলা পরিষদের সভাধিপতি বৈদ্যনাথ দাস, জেলাপরিষদের সহসভাধিপতি শাহনাজ বেগম ও জেলা পুলিশ সুপার মুকেশ কুমার । অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য ও জেলার বিশিষ্ট জনেরা ও চাইল্ড ইন নীড ইনস্টিটিউট ( সিনি -র) প্রতিনিধিরা।
সিনি-র প্রতিনিধি সুস্মিতা হাউলি শিশুশ্রমের উপর ঝুঁকি কমানোর ব্যাপারে তার অভিজ্ঞতার কথা শেয়ার করেন।
শিশুশ্রম ও বাল্যবিবাহ নিয়ে কাজের জন্য প্রশংশা করে সিনি-র মুর্শিদাবাদ জেলা কো-অর্ডিনেটর জয়ন্ত চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা চেয়ারপার্সন অনন্যা চ্যাটার্জী।এদিনের কর্মশালায় শিশুশ্রম ও বাল্য বিবাহ কিভাবে নির্মুল করা সম্ভব তা নিয়ে আলোচনা হয়। বাল্য বিবাহ ও শিশুশ্রম যে জেলাগুলিতে বেশী সেই সমস্ত জেলার প্রতিনিধিদের এই কর্মশালায় ডাকা হয়। উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, নদীয়া ও মুর্শিদাবাদ সহ মোট ৬টি জেলার প্রতিনিধিরা এই কর্মশালায় অংশ গ্রহন করেন।
মুর্শিদাবাদের জেলাশাসক ডঃ পি উলগানাথন বলেন, বর্তমানে কন্যাশ্রী যোদ্ধারা বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রণী ভূমিকা নিচ্ছে।
মঙ্গলবার সকালে অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের নারী কল্যান মন্ত্রী শশী পাঁজা।
এই কর্মশালা মঙ্গলবার শেষ হয়।এদিন সকালে এক শোভাযাত্রা উদ্বোধন করে শশী পাঁজা হঠাৎ চলে যান বহরমপুর বানজেটিয়ার একটি অঙ্গানওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে।সেখানে ঢুকে বাচ্চাদের সঙ্গে কথা বলেন তিনি।তাদের খাবারের কিছু নমুনা পরীক্ষার জন্য সঙ্গে করে নিয়ে যান।
মন্ত্রী বলেন, এখানে এসে আমার খুবই ভালো লেগেছে।আমি না জানিয়েই ওই অঙ্গানওয়াড়ি কেন্দ্রে এসেছি।ওখানের সমস্থ পরিকাঠামো খুবই ভালো।কিছু খাবারের নমুনা সঙ্গে করে নিয়ে যাচ্ছি, ওগুলো পরীক্ষা করে দেখব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584