এগরায় বাল্যবিবাহের কুফল সম্পর্কিত সচেতনতা শিবির

0
55

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

এবার বাল্যবিবাহ নিয়ে প্রচারে নামল জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলা সমাজ কল্যাণ দফতরের জেলা শিশু সুরক্ষা ইউনিট, জেলা প্রশাসনের অফিস তমলুক পূর্ব মেদিনীপুরের তরফ থেকে জেলার বিভিন্ন ব্লকের অন্তর্গত বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গার বিভিন্ন স্কুলকে বেছে নেওয়া হয়েছে সচেতনতার তথা জনজাগরন ও জানিয়ে বাল্যবিবাহ পাচার শিশুদের উপর ঘটা বিভিন্ন যৌন অপরাধে ও শিশু সম্পর্কীয় নানা সমস্যা বিষয়ে সচেতনতা জাগ্রত করা।

child marriage awareness campaign in egra | newsfront.co
সচেতনতা শিবির। নিজস্ব চিত্র

এই বিষয়ে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের বালিঘাই গ্রাম পঞ্চায়েত বালিঘাই এফ.ডি হাই স্কুল ও পানিপারুল গ্রাম পঞ্চায়েতের পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুলের কন্যাশ্রী মেয়ে ও অভিভাবক, ব্লক লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি ও ভিলেজ লেভেল ৪ প্রোটেকশন কমিটির সদস্যদের নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো।

আরও পড়ুনঃ জলঙ্গী ব্লক হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

এই শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শিশু কল্যাণ কমিটির চেয়ারপারসন ডক্টর দিলীপ কুমার দাস, এগরা ২ নম্বর ব্লক এর সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমতি রানী ভট্টাচার্য, জেলা শিশু সুরক্ষা আধিকারিক শ্রীমতি সারদা গিরি, বালিঘাই এফ.ডি হাইস্কুলের প্রধান শিক্ষক মাননীয় শ্রীযুত প্রীতম প্রসাদ সিনহা, এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী দীনেশ প্রধান, জেলা শিশু সুরক্ষা ইউনিটের সমাজকর্মী সুমিতা দাস ও কাজলা জনকল্যাণ কল্যাণ সমিতির সুপারভাইজার কমল মাইতি প্রমুখ।

সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমতী রানী ভট্টাচার্য্য তার বক্তব্যে বলেন আইনের মাধ্যমে বাল্য বিবাহ বন্ধ করা যায় ঠিকই কিন্তু সবচেয়ে বড় কথা আমাদের মধ্যে সচেতনতা এলেই তবেই এই ধরনের একটি সমাজের ক্ষতিকারক দিক থেকে আমাদের কন্যা সন্তানদের বাঁচাতে পারবো।

শিশু কল্যাণ কমিটি চেয়ারপার্সন ডক্টর দিলীপ কুমার দাস বলেন এই সচেতনতা শিবিরের ফলস্বরুপ আগামী দিনে বাল্যবিবাহ কমবে বলে মনে করি। শিশু কল্যাণ কমিটি সর্বদা তোমাদের কাছে আছে। জেলা শিশু সুরক্ষা আধিকারিক শ্রীমতি গিরি বলেন তোমাদের নিজের ভালো নিজেদেরকে বুঝতে হবে, তোমরা ১৮ বছর বয়সের আগে কেউ বিয়ে করবে না পড়াশোনা চালিয়ে যাবে।

আরও পড়ুনঃ ১২ বছর বাদে উদয়চাঁদপুর হাইস্কুলে প্রধান শিক্ষকের নিয়োগ

বিভিন্ন সম্পদ ব্যক্তিরা বাল্যবিবাহের কুফল এবং এই সামাজিক সমস্যা কিভাবে শিশুর সম্পদকে পাচার, যৌন নির্যাতন পারিবারিক হিংসার শিকার করে অচিরেই নষ্ট করছে তাদের প্রতিভা, বড় হওয়া, নিজেদের পায়ে দাঁড়ানোর পথ বন্ধ করে পরিবারকে দুর্বল করছে, সে বিষয়ে আলোচনা করেন।

জেলা শিশু সুরক্ষার তরফে বাল্য বিবাহের বিষয়ে কুইজ ও প্রশ্নোত্তর অধিবেশনের মাধ্যমে বয়সন্ধিকালীন ছেলেমেয়েদের মধ্যে বাল্যবিবাহ তার সম্পর্কীয় প্রতিকার, প্রভাব বিষয়ে তথ্য জানানো হয় । দলগত পদ্ধতিতে শিশুদের মতামত সংগ্রহ করে তাদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে বিষয়টি সম্পর্কে সতর্ক ও প্রতিরোধ ব্যবস্থা জাগরণে, তাদের নিজেদের করণীয় দিকগুলো তুলে ধরা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here